বাংলাদেশ লিজেন্ডসের হারের হ্যাটট্রিক

প্রকাশিত হয়েছে - 2021-03-10T23:20:24+06:00
আপডেট হয়েছে - 2021-03-10T23:28:12+06:00
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নাজিমউদ্দিনের দারুণ ব্যাটিং প্রদর্শনী চলছেই। বুধবার (১০ মার্চ) আসরের ১০ম ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। যদিও জিততে পারেনি দল।

বাংলাদেশ লিজেন্ডস এদিন টস হেরে প্রথমে বোলিংয়ে নামে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান জড়ো করে লঙ্কানরা। উপুল থারাঙ্গা ৯৯ রানে অপরাজিত থাকেন, ৪৭ বলের মোকাবেলায় হাঁকান ১১টি চার ও ৫টি ছক্কা।
এছাতা অধিনায়ক ও ওপেনার তিলকরত্নে দিলশান ২৩ বলে ৩৩ এবং চামারা সিলভা ২৪ বলে ২৪ রান করেন। বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ ও মোহাম্মদ রফিক।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে টাইগারদের ৫৭ রান এনে দেন দুই ওপেনার নাজিমউদ্দিন ও মেহরাব হোসেন অপি। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে অপি দারুণ কিছু শট খেলে ২৬ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন। এরপর অপর প্রান্তে হান্নান সরকার, মোহাম্মদ রফিক, মুশফিকুর রহমান, রাজিন সালেহরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন।
তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাজিমউদ্দিন। অর্ধশতকও পূর্ণ করেন। চাপের মুখে আউট হওয়ার আগে ৪১ বলে করেন ৫৪ রান, হাঁকান ৫টি চার ও ২টি ছক্কা। অন্যান্যদের মধ্যে খালেদ মাসুদ পাইলট ২২ বলে অপরাজিত ২৮ রান করেন।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মোহাম্মদ রফিকের দল জড়ো করে ১৩৮ রান। এতে ৪২ রানের জয় পায় শ্রীলঙ্কা লিজেন্ডস। জয়ীদের পক্ষে দিলশান তিনটি এবং প্রসাদ দুটি উইকেট শিকার করেন। তিন ম্যাচ খেলে এটি বাংলাদেশের তৃতীয় পরাজয়। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলা লঙ্কানরা জিতেছে ৪টি ম্যাচেই।
সংক্ষিপ্ত স্কোর
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
টস : শ্রীলঙ্কা লিজেন্ডস
শ্রীলঙ্কা লিজেন্ডস : ১৮০/৬ (২০ ওভার)
থারাঙ্গা ৯৯*, দিলশান ৩৩
রফিক ২৪/১, শরীফ ৩০/১
বাংলাদেশ লিজেন্ডস : ১৩৮/৬ (২০ ওভার)
নাজিমউদ্দিন ৫৪, পাইলট ২৮*
দিলশান ২১/৩, প্রসাদ ২২/২
ফল : শ্রীলঙ্কা লিজেন্ডস ৪২ রানে জয়ী।