বিদেশের মাটিতে ‘৬’ ব্যাটার নিয়ে খেলার পর্যায়ে যায়নি বাংলাদেশ

প্রকাশিত হয়েছে - 2022-04-04T16:58:24+06:00
আপডেট হয়েছে - 2022-04-04T17:20:47+06:00
ডারবানে প্রোটিয়াদের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। এরই মধ্যে শুরু হয়েছে একাদশ নিয়ে সমালোচনা। ম্যাচ শেষে টাইগার দলনেতা মুমিনুল হক জানালেন বিদেশের মাটিতে ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে খেলার মতো অবস্থানে এখনও যায়নি বাংলাদেশ দল।
[caption id="attachment_196916" align="aligncenter" width="640"]

বিদেশের মাটিতে ছয় ব্যাটার নিয়ে খেলার বিপক্ষে মুমিনুল ছবি : এএফপি[/caption]
পঞ্চম দিনের সকালে দুই স্পিনারের স্পিন বিষেই নীল বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। বিশেষ করে মহারাজের স্পিন তো বুঝতেই পারেননি মুশফিক, লিটনরা। এই টেস্টে এমনিতেই আলোচনায় ছিল টসের সিদ্ধান্ত। যেখানে এলগার জানান টস জিতলে ব্যাটিং নিতেন সেখানে বোলিং নিয়ে চমকে দেন মুমিনুল।
প্রোটিয়াদের কাছে হারের পর দায়টা নিজের কাঁধেই নিলেন বাংলাদেশ দলপতি মুমিনুল। টস জিতে বোলিং নেওয়ার সিদ্দান্তটা তারই ছিল বললেন তিনি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।“অবশ্যই আমি নিয়েছি (টস জিতে বোলিং)। আমি যদি চাইতাম হয়তো দুটো পেস বোলার এবং দুটো স্পিন বোলার খেলাতে পারতাম। । আমি যেহেতু অধিনায়ক, সিদ্ধান্ত তো আমারই। দল জিতলে বা হারলেও দায় আমারই।”
“তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনি যদি আমাদের পেস বোলিংটা দেখেন- আমি কিন্তু টসে জিতে বোলিং নিয়েছে এ কারণে যে- উইকেটের কন্ডিশন যেমন ছিল তা ব্যবহার করার জন্য। হ্যাঁ, একজন পেস বোলার কমিয়ে স্পিনার খেলানো যেত। তাসকিন কিন্তু অলমোস্ট ইঞ্জুরড ছিল।”
[caption id="attachment_196893" align="aligncenter" width="640"]

বাংলাদেশের ব্যাটিংয়ে একাই ধ্বস নামান মহারাজ। ছবি : এএফপি[/caption]
সাকিব না থাকলে দল সাজাতে কষ্ট হয় ম্যানেজমেন্টের তা প্রায় সময়ই শোনা যায় কোচ কিংবা অধিনায়কের কণ্ঠে। ডারবান টেস্টে সে না থাকায় আশা করা হচ্ছিল হয়তো পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়েই নামবে বাংলাদেশ। তবে সেখানে ঘটলো উল্টো ঘটনা।
বরং সাত ব্যাটার ও চার বোলার নিয়ে ডারবান টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। মুমিনুল হক জানান, দলের টপ অর্ডার ব্যাটারদের গড় যদি ৫০-এর ওপর থাকত তাহলে তিনি বিদেশের মাটিতে পাঁচ বোলার নিয়ে খেলার বিলাসিতা দেখাতে পারতেন।
“একটা অপশন ছিল- ছয় ব্যাটার নিয়ে খেলার। আমার মনে হয় বাংলাদেশ দল এখনও ওই পর্যায়ে যায়নি যে ছয় ব্যাটার নিয়ে বিদেশে খেলবেন। আপনি ছয় ব্যাটার নিয়ে তখনই খেলতে পারবেন যখন সব ব্যাটারের গড় ৫০- এর মতো এবং নিচের দিকে যারা খেলে তারা যদি ব্যাটিং পারে। তখন ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে খেলা যায়।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।