বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

প্রকাশিত হয়েছে - 2020-05-28T03:34:56+06:00
আপডেট হয়েছে - 2020-05-28T03:34:56+06:00
বিশ্বকাপ শেষ হওয়ার এক বছর পূর্ণ হবে আর মাস দেড়েক পরই। এমন সময় বোমা ফাটালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের শেষ ম্যাচেই তিনি অবসর নিতে চাচ্ছিলেন।

মাশরাফি তার শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন, এটি বলা যায় অনেকটা দ্বিধাহীনভাবেই। অনেকে ভেবেছিলেন, চোটজর্জর ক্যারিয়ারের ইতিও মাশরাফি বিশ্বকাপ দিয়ে টানবেন। কিন্তু বিশ্বকাপ শেষে তার অবসরের ঘোষণা না আসায় অবাক হয়েছিলেন অনেকে। সেই মাশরাফি নেতৃত্ব ছাড়লেও এখনো অবসরের ঘোষণা দেননি।




সম্প্রতি
নট আউট নোমান
অনুষ্ঠানে লাইভ আলাপচারিতায় তিনি জানান, বিশ্বকাপে
ের বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচেই তিনি অবসর নিতে চেয়েছিলেন। তবে বোর্ডের অনুরোধে সে সময় অবসর নেননি।
মাশরাফি বলেন,
'বিশ্বকাপের শেষ ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু তারপর... এভাবে না হোক, সুন্দরভাবে হলেই ভালো- এরকম একটা কথা এসেছে।'





এরপর বাংলাদেশ দল যায়
সফরে। চোটের কারণে সফরের আগমুহূর্তে ছিটকে পড়েন মাশরাফি। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নেতৃত্ব ছাড়ার আগে দফায় দফায় মাশরাফির সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মাশরাফি বলেন,
'পাপন ভাই আমাকে বলেছে- তোমার চিন্তাভাবনা আমাকে জানাইয়ো। একবার দুইবার না, অনেকবার ডেকেছে। আমাকে ক্রিকেট বোর্ড যথেষ্ট সম্মান দিয়েছে। আমি বলেছি- আগে বিপিএলটা খেলি, এরপর ভাববো। বিপিএলের পর পাপন ভাই আবারো জিজ্ঞেস করেছেন। সংসদ ভবনে উনার সাথে আলোচনা হয়েছিল। উনাকে বললাম- আমার শেষ ক্যাপ্টেনসির সুযোগ আছে, আপনি কীভাবে দেখেন। উনি বললেন, তোমার ইচ্ছা, তুমি যেভাবে দেখো। পাপন ভাই আমাকে অধিনায়কত্ব দিয়েছিলেন। জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচের আগের দিন সকালে উঠে উনাকে কল দিয়ে বললাম- আমি অধিনায়কত্ব ছাড়ছি। পাকিস্তান সফরে নেতৃত্ব দিব কি না এটাও জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছি- না, আমি আর করবো না, এখানেই শেষ।'
বিশ্বকাপে অবসর না নিলেও এ নিয়ে কোনো আক্ষেপ নেই মাশরাফির। তিনি বলেন,
'আমার কাছে মনে হয় আমি ঠিক কাজই করেছি। জীবনে যা ঘটবে তার নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না, বড়জোর চেষ্টা করা যায়। আমি তো প্রস্তুত ছিলাম শেষ ম্যাচে অবসর নিতে। হয়ত আল্লাহ চাননি। আল্লাহ যা চাইবেন তাই হবে। সময় পেলে মানুষের ভাবনা-চিন্তা বদলে যায়। সেটা হয়ত হতে পারে। হয়নি, সে কথা বলছি না। কিন্তু আমি অবসর নিতে চাইনি এটা কেউ অস্বীকার করলে বলব- আমার সামনাসামনি এসে বলুন। আলাদা বললে হবে না।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।