বৈরি আবহাওয়ায় মাঠে নামে হল না তামিমদের

প্রকাশিত হয়েছে - 2021-10-02T13:19:08+06:00
আপডেট হয়েছে - 2021-10-02T13:22:45+06:00
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) তামিম ইকবালের চতুর্থ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। আসরের ১৩তম ম্যাচে কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের। কিন্তু বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
[caption id="attachment_173922" align="aligncenter" width="419"]

খেলা শুরুর অপেক্ষায় তামিম, যদিও শেষমেশ আর মাঠে নামা হয়নি। ছবি : ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স[/caption]
এর আগে বৃষ্টির কারণে বেশ কিছু ম্যাচ পণ্ড হলে নতুন করে সূচি সাজাতে বাধ্য হয়েছিল ইপিএল কর্তৃপক্ষ। শনিবার (২ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে কাঠমান্ডু কিংসের বিপক্ষে খেলার কথা ছিল তামিমদের। কিন্তু কীর্তিপুরে সকাল থেকেই ঝরছিল বৃষ্টি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
থেমে থেমে বৃষ্টির মাত্রা কখনও কমেছে, কখনও বেড়েছে। তাই মাঠ শুকানোর সুযোগ পাননি মাঠকর্মীরা। দীর্ঘক্ষণ অবশ্য অপেক্ষা করা হয়েছে, অন্তত ৫ ওভার হলেও যদি খেলা গড়ানো যায়! শেষপর্যন্ত হাল ছেড়ে দিয়ে ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
আরও পড়ুন : বিশ্বজয়ের লক্ষ্যেই বিশ্বকাপে যাবেন মুশফিক
এই ম্যাচ পরিত্যক্ত হলেও অবশ্য পয়েন্ট ভাগাভাগি হয়নি। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স জানিয়েছে, আয়োজকরা ম্যাচটি পরিবর্তিত সূচিতে সম্পন্নের কথা ভাবছেন।
[caption id="attachment_173921" align="aligncenter" width="565"]

ম্যাচ শুরুর বিষয়ে ভাইরাহাওয়ার কোচ-অধিনায়কের আলাপন। ছবি : ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স[/caption]
৩ ম্যাচ শেষে ভাইরাহাওয়ার পয়েন্ট তাই ৪-ই থাকল। এর আগে আরও একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। একটি ম্যাচে জয় পেয়েছে দল, অপরটি হয়েছে টাই। পয়েন্ট টেবিলে তামিমের দলের বর্তমান অবস্থান দ্বিতীয়।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।