মঙ্গলবার দেশে ফিরছেন টাইগাররা

প্রকাশিত হয়েছে - 2017-02-14T11:47:16+06:00
আপডেট হয়েছে - 2017-02-14T12:20:47+06:00

ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে মঙ্গলবার দেশে ফিরে আসছে সাব্বির-তাসকিনদের
দল। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ২টা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছার কথা রয়েছে টাইগারদের।
মঙ্গলবার ভোর ৬টায় হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানযোগে যাত্রা করে বাংলাদেশ দল। এরপর হায়দরাবাদ থেকেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে তারা। পুরো সিরিজে দলকে নেতৃত্ব দিলেও প্রথম বহরের সাথে দেশে ফিরছেন না অধিনায়ক মুশফিক। তার সঙ্গী হয়ে এখনও ভারতে অবস্থান করছেন
,
, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামও।
সুপার লীগ- পিএসএলে অংশ নিতে সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবেন। ব্যক্তিগত কারণে মুশফিক ও তাইজুল আরও কয়েকদিন অবস্থান করবেন প্রতিবেশী দেশটিতে।
নিজেদের ১৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে যায় বাংলাদেশ। ম্যাচে লড়াই করলেও শেষ পর্যন্ত ২০৮ রানের পরাজয়ে ধূসর স্মৃতি নিয়ে দেশে ফিরতে হচ্ছে ক্রিকেটারদেরকে।
আরও পড়ুনঃ এবার ধোনি, গিলক্রিস্টদের পাশে মুশফিক
- মো. সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম