মুশফিক হাসলেন, মুশফিক চটলেন!

প্রকাশিত হয়েছে - 2020-01-18T15:03:19+06:00
আপডেট হয়েছে - 2020-01-18T15:03:19+06:00
বিপিএল ফাইনাল হেরে গণমাধ্যমের সাথে কথা বলতে আসলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে বিপিএল নিয়ে তাকে যতটা না প্রশ্নের সম্মুখীন হতে হলো, তার থেকে ঢের বেশি প্রশ্ন আসতে থাকলো টুর্নামেন্টের বাইরে থেকে। তা বেশ শক্ত জবাবেই প্রতিরোধ করলেন মুশফিক।

ক্রিকেট দলের মধ্যে সবথেকে আবেগপ্রবণ ক্রিকেটার হিসেবে বেশ নামডাক মুশফিকের। প্রথমবারের মত বিপিএলের ফাইনালে উঠেও অধরা শিরোপাটা ছুঁয়ে দেখা হলো না। রাজশাহী রয়্যালসের কাছে ফাইনাল হারের পর অনেকটা মলিন চেহারা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুশফিক।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




অধিনায়ক হয়েও গোটা বিপিএলে মিডিয়াকে এড়িয়ে চলা মুশফিককে পেয়ে প্রশ্নের বান খুলে বসলেন সাংবাদকর্মীরা। যেখানে বিপিএল থেকে বিপিএলের বাইরের ইস্যু নিয়েই বেশি লড়তে হলো জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে। এর মধ্যেই সাময়িকভাবে বিপিএল ফাইনাল হারের ক্ষত ভুলে কখনো হাসি আবার কখনো বা বেজায় চটে গেলেন মুশফিক।
আসন্ন
সফরে যাবেন না মুশফিক, একথা আগেই জানিয়ে দিয়েছে বিসিবি। কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা জানানো হয়েছে। তবে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদলাবেন কিনা, অথবা পারিবারিক ইস্যুর বাইরে অন্য কারণ আছে কিনা? জানতে চাওয়া হলে রীতিমত চটে যান মুশফিক। চোয়াল শক্ত করে অনেকটা আগ্রাসী হয়ে এর জবাব দেন তিনি।





যেখানে মুশফিক বলেন, ‘
সিদ্ধান্ত বদলানোর কি আছে! আমি আগেই বলে দিয়েছি আমি যাবো না। এটা আমার পারিবারিক কারণ। আমি আবদার করেছি এবং এটা তারা (বোর্ড) মেনে নিয়েছে। আমি অফিসিয়ালভাবে চিঠিও দিয়েছি। পাকিস্তানেই যাচ্ছি না।’
‘অন্য কি কারণ হতে পারে? আপনি না জানলে কিছু করার নেই আমার। পারিবারিক কারণ এটা তো বললামই। তারা ভয়ে শঙ্কিত। এভাবে মানুষিক চাপ নিয়ে আমি গিয়ে খেলতে পারি না।’
সাথে আরো যোগ করেছেন তিনি।
এদিকে সম্প্রতি ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি। মুশফিকের কাছে প্রশ্ন রাখা হয় এটা কি গত অক্টোবরের আন্দোলনের ফসল? এই প্রশ্নের পর নিজে তো হাসলেনই, সাথে মিডিয়া সেন্টারের গোটা সাংবাদিকদের হাসালেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
শিরোপা জিততে না পারার হতাশা ভুলে একগাল হাসি নিয়ে মুশফিকের উত্তর,
‘আন্দোলন কি এ বছর হয়েছিল নাকি? আন্দোলন কবেই শেষ হয়ে গেছে।’
তবে ম্যাচ ফি বাড়ানোকে দেশীয় ক্রিকেটের জন্যই সুখকর বলে মন্তব্য করেন মুশফিক,
‘এটা অবশ্যই ভালো সাইন। টেস্ট ক্রিকেটের মত মর্যাদা তো আর কোনোটাই নেই। এখন যদি ক্রিকেটারদের ছোটোখাটো ইচ্ছেটা জাগে, টাকা পয়সার জন্য না। ইচ্ছে যদি জাগে, বাংলাদেশের পক্ষে ১০০টা টেস্ট খেলব, বাংলাদেশের পক্ষে ৫ থেকে ১০ হাজার রান করবে। বাংলাদেশের পক্ষে ৩০০ উইকেট নেব। তো এই ইচ্ছেগুলো অনেকাংশে কমে যাচ্ছিল। এদিক থেকে হলেও তাদের মানসিকতার পরিবর্তন হবে। এটা অবশ্যই একটা ভালো সাইন।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।