যুব এশিয়া কাপের দল ঘোষণা

প্রকাশিত হয়েছে - 2017-11-06T20:40:41+06:00
আপডেট হয়েছে - 2017-11-06T20:52:26+06:00
আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের
দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
দলের নেতৃত্বে আছে প্রতিভাবান ব্যাটসম্যান
। আগামী ১০ নভেম্বর থেকে মালয়েশিয়ায় শুরু হবে যুব এশিয়া কাপ ২০১৭।
অধিনায়ক সাইফ হাসান ছাড়া স্কোয়াডে আরও যারা আছেন তারা হলেন- আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক),
, পিনাক ঘোষ, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মো. রাকিব, রবিউল হক,
,
, রনি হোসেন, আমিনুল ইসলাম বিল্পব, মো. শাখাওয়াত হোসেন, নাঈম শেখ ও শাকিল হোসেন।
এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সজিব হোসেন, রায়হান রাফসান রহমান, মনিরুল ইসলাম ও ইয়াসিন আরাফাতকে।
আগামী ৮ নভেম্বর মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে ১১ নভেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, যাদের বিপক্ষে সম্প্রতি সাইফরা ২-১ ব্যবধানে জিতেছেন সিরিজ। ১৩ ও ১৫ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া ও শক্তিশালী
।
এদিকে যুবাদের হয়ে এশিয়া কাপ খেলতে যাওয়ার কারণে বিপিএলের ঢাকা পর্ব মিস করবেন পাঁচ ক্রিকেটার- সাইফ হাসান,
ধ্রুব, ইয়াসির আরাফাত মিশু, কাজী অনিক ও নাঈম হাসান। ৮ নভেম্বর ঢাকা ত্যাগের পড় তারা দেশে ফিরবেন ২০ নভেম্বর। সেক্ষেত্রে বিপিএলের ঢাকা পর্বের আগামী ম্যাচগুলোতে খেলতে পারবেন না তারা। তবে ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের চট্টগ্রাম পর্বে আবারও নিজ নিজ দলের সাথে অংশ নিতে পারবেন তারা।
এছাড়া এদের কারও দল ফাইনালে উঠলে সেই ম্যাচটিও মিস করতে হবে। কেননা ১২ ডিসেম্বর থেকেই শুরু হবে যুবাদের বিশ্বকাপ ক্যাম্প। সোমবার এসব বিষয়ে সংবাদ মাধ্যমকে অবহিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল গেমস অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার এএসএম কাওসার আহমেদ।
একনজরে ঘোষিত স্কোয়াড
সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), নাঈম হাসান, পিনাক ঘোষ, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মো. রাকিব, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক, রনি হোসেন, আমিনুল ইসলাম বিল্পব, মো. শাখাওয়াত হোসেন, নাঈম শেখ ও শাকিল হোসেন।