██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রাজুর 'জায়গা পূরণে'র চেষ্টা

রাজুর 'জায়গা পূরণে'র চেষ্টা
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2018-05-18T22:41:40+06:00

আপডেট হয়েছে - 2018-05-18T23:08:41+06:00

দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেটের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। ইনজুরির কারণে সামর্থ্যের সবটুকু দিয়ে নিজেকে মেলে ধরতে পারেননি, তবে চালিয়ে গেছেন চেষ্টা।
'তিন বছর 'তিন বছর আউট অব ক্রিকেট ছিলাম'- রাজু আউট অব ক্রিকেট ছিলাম'
বর্তমানে খেলছেন শুধুই ওয়ানডে। টেস্ট ও টি-২০ থেকে দূরে রয়েছেন এই আততায়ী ইনজুরির কারণেই। ওয়ানডেতে মাশরাফি পেস আক্রমণভাগকে সামনে থেকে নেতৃত্ব দিলেও টেস্ট ও টি-২০'তে তাই ভালো নেতৃত্বের অভাব রয়েছেই। মুস্তাফিজুর রহমান,
বা কামরুল ইসলাম রাব্বির মতো বোলাররা প্রত্যাশার জন্ম দিলেও ব্যর্থ হচ্ছেন তা পূরণে। সবকিছু মিলিয়ে জাতীয় দলের একসময়ের অন্যতম সেরা আরেক পেসার
রাজুর প্রশ্ন, মাশরাফি অবসর নেওয়ার পর কী হবে দলের? সিলেটের ছেলে রাজু শুক্রবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বলেন,
মাশরাফি ভাই তো ভালোই খেলে যাচ্ছেন। জানি না মাশরাফি ভাই ছাড়ার পর কী হবে!'
তিনি জানান, মাশরাফি চলে যাওয়ার পর যে শূন্য জায়গা সৃষ্টি হবে সেটি পূর্ণ করতে নিজেকে তৈরি করছেন তিনি,
আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি ওই জায়গাটা পূরণ করার জন্য। তাই বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখি আল্লাহ কী করেন।
জাতীয় দলে রাজু নেই অনেকদিন ধরে। তবে আবারও সুযোগ পেতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি,
জাতীয় দলে খেলা সবার লক্ষ্য ও স্বপ্ন থাকে। কিন্তু জানি না ওই জায়গাটায় খেলা কেন হচ্ছে না। আমি আমার কাজটা করে যাচ্ছি। টি-টোয়েন্টিতে জাতীয় দলে এখনও খেলা হয়নি। ইনজুরির আগে খেলেছিলাম। যদি আবার সুযোগ পাই আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।
রমজান মাসেই চলছে পেসারদের বিশেষ ক্যাম্প, যেখানে আছেন রাজুও। লঙ্কান কোচ চম্পকা রমানায়েকের অধীনে চলমান এই ক্যাম্পে সুযোগ পেয়েছেন পরীক্ষিত পেসাররাই। রাজু বলেন,
রমজান মাসে একটু কষ্ট হবে আমাদের। রোজা রেখেই সে কাজগুলো আমাদের করতে হবে। চম্পকার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। ২০১২ সালে কাজ করেছি। জাতীয় দলেও করেছি। এবার হয়তো ভিন্ন কিছু নিয়ে আসবেন তিনি। দেখি কী হয়!
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.