██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রোজা রেখে ম্যাচ খেলা প্রসঙ্গে মিরাজের ভাষ্য

রোজা রেখে ম্যাচ খেলা প্রসঙ্গে মিরাজের ভাষ্য

প্রকাশিত হয়েছে - 2019-06-03T12:13:02+06:00

আপডেট হয়েছে - 2019-06-03T13:41:16+06:00

রমযান মাস মুসলিমদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি মাস। এই পবিত্র মাসেই আবার শুরু হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। তবে খেলার জন্য রোজাকে
 উপেক্ষা করেননি তিন বাংলাদেশি ক্রিকেটার। বরং তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, রোজা রেখে খেলাটা স্বয়ং সৃষ্টিকর্তায় তাদের জন্য সহজ করে দিয়েছেন।
রোজা রেখে আস্ত একটি ক্রিকেট ম্যাচ খেলা চাট্টিখানি কথা নয়।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ের লন্ডনে রোজা রাখার ক্ষেত্রে উপোষ থাকতে হয় প্রায় ১৯ ঘণ্টা। দীর্ঘ এই সময় উপোষ থেকে ক্রিকেটের মত শারীরিক খেলা চালিয়ে যাওয়া নির্দ্বিধায় কঠিন। সেই কঠিন কাজটিই রবিবার (২ জুন) করে দেখিয়েছেন
, মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ।
রোজা রেখেই ম্যাচ খেলা প্রসঙ্গে মিরাজ বলেন,
'আমি বলবো আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের ওপরে। কারণ রমজান মাসে আমাদের জীবনে রোজাটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আল্লাহ-ই আমাদের জন্য কাজটা আরও সহজ করে দিয়েছেন। আমাদের দলে, মুশফিক ভাই, রিয়াদ ভাই, আমি এবং খেলার বাইরের আরও ২ জন আমরা যারা রোজা ছিলাম, আমাদের কাছে কষ্টটা ওরকম মনে হয়নি। হ্যা, খুব ভালো লাগছে যে আমরা রোজা রেখেছি। মনে অনেক শান্তির একটা অনুভূতি আসছে।  
ব্যাট হাতে মুশফিক ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ৮০ বলের মোকাবেলায় ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলেন মুশফিক, যে ইনিংসে ছিল ৮টি চার। শেষদিকে ৩৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ বড় করতে বড় ভূমিকা রেখেছিলেন রিয়াদ। আর বড় স্কোর তাড়া করতে নামা প্রোটিয়া ব্যাটসম্যানদের বিপক্ষে মিরাজ ১০ ওভারে বিলি করেছেন মাত্র ৪৪ রান, পাশাপাশি শিকার করেছেন প্রতিপক্ষ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির উইকেটও; যিনি এদিন ছিলেন প্রোটিয়াদের সর্বোচ্চ স্কোরার (৬২)।
এছাড়া ম্যাচ জয় নিয়েও কথা বলেছেন মিরাজ। এই ডানহাতি অলরাউন্ডার বলেন জয়ের ধারা অব্যহত রাখতে চায় তার দল,
 'আমার খুব ভালো লাগছে যে প্রথম ম্যাচটায় আমরা জয় পেয়েছি। সবচেয়ে বড় কথা, আমাদের জন্য প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল যেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছি। এই জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। পরবর্তী ম্যাচগুলোতে এটা অনুপ্রেরণা যোগাবে। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই খুব ভাল খেলতে পেরেছি। সবাই নিজের কাজটা ঠিকভাবে করতে পেরেছে। অবশ্যই আমরা চেষ্টা করব এটা ধরে রাখার।'
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী বুধবার (৫ জুন)।
ের বিপক্ষে লন্ডনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.