সাইফ-জহুরুলে প্রথম সেশন বাংলাদেশের

প্রকাশিত হয়েছে - 2019-07-28T12:36:43+06:00
আপডেট হয়েছে - 2019-07-28T12:36:43+06:00
কে. থিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ আসরের সেমিফাইনালে জহুরুল ইসলাম ও সাইফ হাসানের ব্যাটে শুভ সূচনার দেখা পেয়েছে সফরকারী বিসিবি একাদশ। ছত্তিসগড় স্টেট ক্রিকেট সংঘের বিপক্ষে এ দুই ব্যাটসম্যানের কল্যাণে প্রথম দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিল সফরকারীরা।
[caption id="attachment_74077" align="alignnone" width="876"]

সাইফ হাসান। ফাইল ছবি[/caption]
ফাইনালে যাওয়ার লড়াইয়ে বেঙ্গালুরুর প্লাটিনাম ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। এদিন ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জহুরুল ইসলাম ও সাইফ হাসান। সাবধানী শুরুর সাথে রানের চাকা সচল করে খেলতে থাকেন এ দুই ব্যাটসম্যান।





দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোরবোর্ডে বিনা উইকেটে ১০০ রান যোগ করে প্রথম সেশনের খেলা শেষ করে বিসিবি একাদশ।
আগের ম্যাচগুলোতে খোলসবন্দী থাকলেও এদিন শুরু থেকেই ছন্দে ছিলেন সাইফ। ২ চার ও ৩ ছক্কায় সফরের প্রথম অর্ধশতকের মুখ দেখেন এদিন তিনি। ১১৫ বল মোকাবেলায় ৫২ রানে অপরাজিত থেকে প্রথম সেশন পার করেন তিনি। পক্ষান্তরে অর্ধশতক পূর্ণের দোয়ারে থেকে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান জহুরুল ইসলাম। ৫ চারের সাহায্যে ৮৯ বল থেকে ৪৬ রান করে অপরাজিত আছেন তিনি।





বিসিবি একাদশ:
জহুরুল ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক),
, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরী, আরিফুল হক, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি,
এবং
।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।