অবশ্যই এখানে জিততে এসেছি : হৃদয়

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-10-05T14:29:26+06:00
আপডেট হয়েছে - 2024-10-05T14:29:26+06:00
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পর তাওহীদ হৃদয়ও জানালেন, ভারতের বিপক্ষে সিরিজ জয়ই বাংলাদেশের একমাত্র লক্ষ্য। আর সে লক্ষ্যে নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত টাইগাররা। ভারত একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, অন্যদিকে এখন নতুন ঘরানার দল নিয়ে নতুন কৌশলে খেলছে তারা। তবে এ চ্যালেঞ্জ জিততে বদ্ধপরিকর বাংলাদেশ দল।
গোয়ালিয়রে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হন হৃদয়। এ সময় তিনি বলেন, 'আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব।'
ভারত একে তো বিশ্বচ্যাম্পিয়ন, তার ওপর নিজেদের মাটিতে সবসময়ই শক্তিশালী। এখানে জেতা মানে তাই বড় এক অর্জন। হৃদয় জানান, চাপ জয় করে নিজেদের সেরাটা ঢেলে দেবেন তারা।
'আলাদা করে কিছু করিনি। অবশ্যই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। চাপ তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কমবেশি। চাপ মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।'
ভারতের এই দলে নেই সিনিয়র ক্রিকেটারদের অনেকে। বিশ্বকাপ জিতে অনেকেই নিয়েছেন অবসর। এখন ভরসা রাখা হচ্ছে তারুণ্যে। হৃদয় অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ।
বাংলাদেশের তরুণ তুর্কী মনে করিয়ে দিলেন, ভারতের বিশ্বকাপ জেতা স্কোয়াডকেই হারিয়েছিল বাংলাদেশ, 'সেভাবে চিন্তা করি না। মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না। আমাদের দিকেই ফোকাস করি। প্রসেস মেইন্টেইনের ট্রাই করি। হারানোর সুযোগ আছে। এমন না আমরা ওদের বড় দলকে হারাইনি। টি-২০ তে বড় দল ছোট দল নাই। যে ভালো করবে সেই জিতবে। ধামাকা বা মন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের, ভালো খেলার। ওরকম চিন্তাভাবনা করছি না।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।