██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

এনসিএলে মার্শাল-আইচের সেঞ্চুরি

সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্শাল এবং আইচ।

এনসিএলে মার্শাল-আইচের সেঞ্চুরি

এনসিএলে মার্শাল-আইচের সেঞ্চুরি

প্রকাশিত হয়েছে - 2024-10-20T20:42:32+06:00

আপডেট হয়েছে - 2024-10-20T22:52:41+06:00

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঢাকা মেট্রোর আইচ মোল্লাহ এবং মার্শাল আইয়ুব। এছাড়া ৫ উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন। ৬ উইকেট শিকার করেছেন এসএম মেহরাব হোসেন।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 সেঞ্চুরি হাঁকিয়ে অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড আউট হয়েছেন মার্শাল। সিলেটের একাডেমি মাঠে ১ উইকেটে ১০২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। দিনের শুরুতেই বিদায় নেন ইমরানউজ্জামান। ১৩৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। এরপর ক্রিজে জুটি বাঁধেন আইচ মোল্লাহ এবং মার্শাল আইয়ুব। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে মেট্রো। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ২৫০ বলে ১২২ রানের ইনিংস খেলে আউট হন আইচ মোল্লাহ। অন্যদিকে মার্শাল খেলেছেন ১৯৯ বলে ১২৭ রানের ইনিংস। দারুণ এক ইনিংসের পর অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড আউট হয়েছেন মার্শাল। এছাড়া শামসুর রহমান শুভ ৫০ রান করে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪০৮ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় ঢাকা মেট্রো।

 

বরিশালের হয়ে ২ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২২ রান তুলেছে বরিশাল বিভাগ। ক্রিজে টিকে আছেন আবদুল মজিদ এবং ইফতেখার হোসেন ইফতি।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৮৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী বিভাগ। সেঞ্চুরির অপেক্ষায় থাকা ফরহাদ হোসেন সেঞ্চুরি ছুঁতে পারেননি। ৯৩ রানের ইনিংস খেলে বিদায় নেন। শেষ দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাজশাহীর ইনিংস। ৪২৬ রানের মাথাতে প্রথম ইনিংস শেষ হয়ে যায় রাজশাহীর।


খুলনার হয়ে ৫ উইকেট শিকার করেন আল-আমিন হোসেন। এছাড়া ২টি করে উইকেট তোলেন শেখ মেহেদী হাসান এবং আবদুল হালিম।

৫ উইকেট শিকার করেছেন আল-আমিন। 

জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি খুলনা বিভাগ। মাত্র ১৯৪ রানের মাথায় প্রথম ইনিংসে থেমেছে খুলনা। ইনিংসের সর্বোচ্চ ৫৩ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসটি খেলেছেন জিয়াউর রহমান। এছাড়া অমিত মজুমদার ১২৭ বলে ৫২ রান করেন।

 

রাজশাহীর হয়ে এস এম মেহরাব হোসেন ৬ উইকেট শিকার করেছেন।

 

খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমেছিল সিলেট বিভাগ। প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রানের মাথায় অলআউট হয়েছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন তানজিম হাসান সাকিব।

 

ঢাকার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ এনামুল হক এবং নাজমুল ইসলাম অপু।


জবাবে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ। ক্রিজে টিকে আছেন রনি তালুকদার এবং সুমন খান।


বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে সর্বসাকল্যে খেলা হয়েছে মোটে ২১ ওভার। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে আগে ব্যাট করতে নামা রংপুর বিভাগ ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে। ৭৪ বলে ৩৭ রান করে অপরাজিত আছেন খালিদ হাসান।   


সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিনের খেলা শেষে)  


ভেন্যু : সিলেট একাডেমি  


ঢাকা মেট্রো ১ম ইনিংস : ১২৫.২ ওভারে ৪০৮/৫ (ডিক্লে) (আগের দিন ১০২/১) (ইমরানুজ্জামান ৩৫, আইচ ১২২, মার্শাল ১২৭, শামসুর ৫০*, আল আমিন ৪, আমিনুল ২৫*; কামরুল ১৯.২-২-৬৮-২, রুয়েল ১৯-৩-৬৭-১, মহিউদ্দিন ১৭-৫-৪৬-০, তানভীর ৩৯-১০-১০৪-০, মইন ১৮-২-৭২-১, সোহাগ ১৩-২-৪৫-০)  

বরিশাল ১ম ইনিংস : ৭ ওভারে ২২/০ (মজিদ ৩*, ইফতেখার ১৯*; আশরাফুল ৩-০-১২-০, আরিফ ৩-১-৫-০, আইচ ১-০-৫-০)  


ভেন্যু : সিলেট আন্তর্জাতিক  


রাজশাহী ১ম ইনিংস : ১০৫.৫ ওভারে ৪২৬ (আগের দিন ৩৮৫/৪) (ফরহাদ ৯৩, শাকির ৬৮, মেহেরব ৫, সানজামুল ৫, শফিকুল ৪, মোহর ০, আসাদুজ্জামান ০*; আল আমিন ২০-১-৯৬-৫, হালিম ২০-৩-৭৫-২, মেহেদি ২৫-৪-১০৭-২, সৌম্য ১০-১-৪১-০, নাহিদুল ১২-২-৩৭-০, পারভেজ ১৪-২-৪৬-০, জিয়াউর ৪.৫-০-১১-১)  


খুলনা ১ম ইনিংস : ৬১.২ ওভারে ১৯৪ (এনামুল ০, সৌম্য ১৭, অমিত ৫২, মিঠুন ৬, সোহান ১, নাহিদুল ৪৫, জিয়াউর ৫৪*, পারভেজ ৪, মেহেদি ৫, হালিম ১, আল আমিন ০; শফিকুল ১০-৫-২২-০, মোহর ১১-৩-২৬-২, আসাদুজ্জামান ৯-০-৪৮-১, সাব্বির ৮-১-১৭-১, সানজামুল ১২-০-৪০-০, মেহেরব ১১.২-৩-৩৫-৬)


ভেন্যু : খুলনা  


সিলেট ১ম ইনিংস : ৪৮.৪ ওভারে ১৪৬ (তৌফিক ১৬, পিনাক ১, মাইশুকুর ১, অমিত ২৮, আসাদুল্লা ১৩, রাহাতুল ১৪, তাওহিদ ৮, তানজিম ৪২, নাসুম ১, আবু জায়েদ ১*, খালেদ ০; সুমন ১২-২-৩৬-১, সালাউদ্দিন ১৩-৩-৩৮-২, এনামুল ৯-১-২৩-৩, নাজমুল ৯.৪-২-২৩-৩, আরিফুল ২-০-১১-০, তাইবুর ৩-১-৪-১)  


ঢাকা ১ম ইনিংস : ১০ ওভারে ৩৮/১ (আশিকুর ১৫, রনি ১৬*, সুমন ১*; আবু জায়েদ ৪-০-১৫-০, খালেদ ৫-১-১৬-১, তানজিম ১-০-২-০)  


ভেন্যু : বগুড়া


রংপুর ১ম ইনিংস : ২১ ওভারে ৬৯/১ (খালিদ ৩৭*, রিজওয়ান ২২, অনিক ১*; ফরহাদ ৬.৩-২-১৪-১, ইফরান ৩.৩-০-১২-০, ইয়াসিন ৭-৩-১৮-০, আশরাফুল ৪-০-১৯-০)

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

 

  

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.