কানপুরে বৃষ্টির দিনে আগেভাগেই খেলা শেষ
দ্বিতীয় দিনে খেলা শুরু করবেন মুমিনুল এবং মুশফিক।

কানপুরে বৃষ্টির দিনে আগেভাগেই খেলা শেষ
প্রকাশিত হয়েছে - 2024-09-27T17:36:28+06:00
আপডেট হয়েছে - 2024-09-27T17:36:28+06:00
বৃষ্টির কারণে কানপুর টেস্টে খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। দ্বিতীয় সেশনের মাঝামাঝি পর্যন্ত খেলা হওয়ার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়। পরে বৃষ্টি নামলে আর মাঠেই গড়াতে পারেনি খেলা। প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দিনের শুরুতে দুই টাইগার ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলামকে ভালোই ভোগাচ্ছিলেন ভারতীয় পেসাররা। দলের ২৬ রানের মাথায় ২৪ বলে ০ রান করে আউট হন জাকির। সাদমান ফিরেছেন দলের ২৯ রানের মাথাতে, করেছেন ৩৬ বলে ২৪ রান।
এরপর তিনে নামা মুমিনুল হক এবং চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। দুজনের জুটিটা জমে গিয়েছিল বেশ। ২ উইকেট হারিয়েই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
তবে লাঞ্চ থেকে ফিরেই আউট হন শান্ত। ৫৭ বলে ৩১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। মুমিনুলের সাথে ক্রিজে যোগ দেন মুশফিকুর রহিম। ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তোলার পরই খেলা বন্ধ হয় এবং পরে দিনের সমাপ্তিও হয়ে যায়। দিন শেষে ৮১ বলে ৪০ রান করে টিকে আছেন মুমিনুল। অন্যদিকে ১৩ বলে ৬ রান করে অপরাজিত আছেন মুশফিক।
ভারতের হয়ে ২ উইকেট তুলেছেন আকাশ দ্বীপ, ১ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।