দুই রশিদ-ই শিকার হলেন পরস্পরের!
বিশ্বকাপে ইংল্যান্ডকে গুঁড়িয়ে সৃষ্টি হল আফগান রূপকথা।

দুই রশিদ-ই শিকার হলেন পরস্পরের!
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2023-10-15T22:29:52+06:00
আপডেট হয়েছে - 2023-10-15T22:29:52+06:00
ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম চমকটা দেখিয়ে দিয়েছে আফগানিস্তান। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৬৯ রানের দাপুটে এক জয় পেয়েছে আফগানরা। ম্যাচে ঘটেছে বেশ মজার এক ঘটনা। দুই দলের দুই রশিদ আউট হয়েছেন একে অপরের বলে! [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
রশিদ খান শিকার করেন আদিল রশিদের উইকেট। ছবি : গেটি ইমেজস
ইংল্যান্ড এবং আফগানিস্তান দুই দলেই আছেন একজন করে রশিদ। ইংল্যান্ডের আদিল রশিদ এবং আফগানিস্তানে আছেন রশিদ খান। ম্যাচে দুজনই আউট হয়েছেন একজন আরেকজনের বলে। আফগানদের ইনিংসের শেষের দিকে ৪৫তম ওভারের প্রথম বলে আউট হন রশিদ খান। ২২ বলে ২৩ রানের ইনিংস খেলে জো রুটের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার উইকেটটা তুলেছেন ইংলিশ রশিদ – আদিল রশিদ।
এবার ইংল্যান্ডের ইনিংসে আসা যাক। ৩৯তম ওভারের চতুর্থ বলে আউট হন আদিল রশিদ। ১৩ বলে ২০ রান করা আদিল রশিদকে এবার ফিরিয়েছেন আফগান রশিদ - রশিদ খান। পরে মার্ক উডকেও ফিরিয়ে ইংলিশদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন রশিদ খান। ২১৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৬৯ রানের ঐতিহাসিক এক জয় পায় আফগানিস্তান।
ম্যাচে বেশ দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে দাঁড় করায় ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। ৫৭ বলে ৮০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ। বোলিংয়ে ইংলিশদের ধসিয়ে দেন মুজিব উর রহমান আর রশিদ খানরা।
বিশ্বকাপে এটি আফগানিস্তানের দ্বিতীয় জয়, টেস্ট খেলুড়ে দেশ হিসাব করলে প্রথম জয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।