না ফেরার দেশে অংশুমান গাইকোয়াদ
চলে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার এবং কোচ।

না ফেরার দেশে অংশুমান গাইকোয়াদ
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-08-01T20:52:15+06:00
আপডেট হয়েছে - 2024-08-01T20:52:15+06:00
বাঁচানো গেল না ভারতের সাবেক ক্রিকেটার এবং কোচ অংশুমান গাইকোয়াদকে। ৭১ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মরণঘাতি ক্যান্সারের সাথে লড়াই করতে করতে অবশেষে হার মেনেছেন তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
অংশুমান গাইকোয়াদ (বামে)।
জুন মাস পর্যন্ত ব্লাড ক্যান্সারের চিকিৎসার কাজে
লন্ডনে ছিলেন অংশুমান। তবে নিজ দেশে ফিরেই মৃত্যু হয়েছে তার। বারোডায় শারীরিক নানা
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নেওয়া হয়েছিল আইসিইউতেও। সেখানেই
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অংশুমান।
১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের হয়ে ৪০ টেস্ট এবং ১৫ ওয়ানডে ম্যাচ খেলেছেন অংশুমান গাইকোয়াদ। খেলা ছাড়ার পর নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। পরে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বেও কাজ করেছেন দুই দফায়।
১৯৮৩ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নায়ক কপিল দেবের সতীর্থ ছিলেন অংশুমান। নিজ সতীর্থের ক্যান্সারের চিকিৎসায় পেনশনের অর্থ দিয়ে সাহায্য করতেও প্রস্তুত ছিলেন কপিল। এছাড়া ভারতের ক্রিকেট বোর্ডকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। পরে অংশুমানের চিকিৎসায় ১ কোটি ভারতীয় রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল বিসিসিআই।
তবে কোনো সাহায্যই আর থামাতে পারল না অংশুমানের মৃত্যুকে। তার মৃত্যুর খবরে ভারতের ক্রিকেটে নেমেছে শোকের ছায়া। রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, ভারতের বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাও শোক জানিয়েছেন অংশুমানের মৃত্যুতে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।