Scores

পাকিস্তানের বিপক্ষে শতকই সৌম্যর কাছে সেরা

আরও একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আরও একটি হোয়াইটওয়াশ, আরও একবার শেষ ম্যাচে সৌম্যর শতক। তবে জিম্বাবুয়ের বিপক্ষে করা শতকের চেয়ে পাকিস্তানের বিপক্ষে করা শতককেই এগিয়ে রাখছেন সৌম্য সরকার।

সৌম্যর কাছে সেরা শতক পাকিস্তানের বিপক্ষেই

২০১৫ সালে বাংলাদেশের অন্যতম স্মরণীয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন সৌম্য। সেটিই ছিল তার ক্যারিয়ারের প্রথম শতক। আর তাই সৌম্যর কাছে শতকের বিবেচনায় এগিয়ে আছে সেটিই।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সৌম্য বলেন, পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটা এগিয়ে রাখবওটা আমার ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি ছিল।’

Also Read - হোয়াইটওয়াশে রেটিং বাড়ল বাংলাদেশের


তবে সেঞ্চুরি ‘স্পেশাল’ তাই এই শতককেও পিছিয়ে রাখছেন না তিনি, সেঞ্চুরি তো সবসময়ই স্পেশালএটাও ভালো ছিলযে একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, এখানেও হারানোর অনেক কিছু ছিল।’

ভালো খেলে যেমনি প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন, তেমনি খারাপ করলে সমালোচনা সহ্য করতে হত- তাও জানেন। তবে সবকিছু বাদ দিয়ে তিনি মনোযোগ রাখছেন নিজের খেলাটা খেলে যাওয়াতেই।

সৌম্য বলেন, যদি খারাপ খেলতাম, নেতিবাচক অনেক কথা আসতকেন একটা ম্যাচের জন্য এল, কেন খারাপ করল, অনেক কথাই হতোশুরুতে এসব একটু মাথায় ছিলদেখলাম, যে কথাই হোক, নিজের খেলাটা খেলতে হবে।’

সাম্প্রতিক সময়ে সৌম্যর ফর্ম রয়েছে তুঙ্গে। ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন, ভালো করেছেন প্রস্তুতি ম্যাচেও। সেই সাথে তিনি স্মরণ করছেন ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরকেও, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি, আয়ারল্যান্ড সফরটা ভালো ছিলওখানে আমার দায়িত্বটা ভিন্ন ছিল, আমি অধিনায়ক ছিলাম, সঙ্গে বোলিংও করেছিওই জায়গায় আমার মাথা একটু খুলেছিলভেবেছিলাম যে সিদ্ধান্ত নেব সেটাই হবে, আমার কথায় দল চলবেতখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার এসেছিল।’

আরও পড়ুন: সৌম্যর ব্যাগ ‘গোছানো’ই আছে!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ধনাঞ্জয়া

সবাইকে ছাপিয়ে ‘রাজত্ব’ দখলে নিলেন কোহলি

জয়ের ধারায় বাংলাদেশ, টুইটারে প্রশংসা ও স্বস্তি

ব্রিটিশ সংবাদমাধ্যমের উপর বেজায় চটেছেন স্টোকস

যে ম্যাচে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই ঘুরে দাঁড়াতে মরিয়া