‘পাকিস্তান দল পুরোপুরি ভেঙে পড়েছে’
পিসিবির উপর ক্ষুদ্ধ রশিদ লতিফ।

‘পাকিস্তান দল পুরোপুরি ভেঙে পড়েছে’
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-09-04T23:14:16+06:00
আপডেট হয়েছে - 2024-09-04T23:14:16+06:00
ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে যেন পাকিস্তানের ক্রিকেটকে বেশ বড়সড় একটা ধাক্কাই দিয়ে ফেলেছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই ম্যাচেই দারুণ দাপুটে ক্রিকেট খেলে জয় তুলে নিয়েছে টাইগাররা। দুই ম্যাচের সিরিজটা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রশিদ লতিফ। ফাইল ছবি
এমন মহাকাব্যিক জয়ের ফলে স্বাভাবিকভাবেই প্রশংসায়
ভাসছে বাংলাদেশ দল। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট
বোর্ডকে (পিসিবি) ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকারা। বর্তমান পিসিবি সভাপতি
মহসিন নাকভির পাশাপাশি আগের সভাপতি জাকা আশরাফকেও শূলে চড়িয়েছেন পাকিস্তানের সাবেক
ক্রিকেটার রশিদ লতিফ।
আগের সভাপতি জাকা আশরাফকে উদ্দেশ্য করে ইউটিউবের এক ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে লতিফ বলেন, ‘আপনার বানানো পাকিস্তান দল ভেঙে পড়েছে। গত চার বছরে যারা (বোর্ডের) চেয়ারম্যান হয়েছেন, তারা সবাই পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছেন।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতে পাকিস্তান দলের ভরাডুবির পর বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো হয়। তখন পিসিবি সভাপতি ছিলেন জাকা আশরাফ। টেস্টে নতুন অধিনায়ক করা হয় শান মাসুদকে। টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় শাহীন শাহ আফ্রিদিকে। যদিও পরে মহসিন নাকভি সভাপতি হয়ে এক সিরিজ পরেই শাহীনকে সরিয়ে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দিয়ে দেন বাবর আজমকে।
সম্প্রতি স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতৃত্ব বদলের প্রসঙ্গে নিজের নেওয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন জাকা আশরাফ। তিনি বলেছেন, ‘বাবরের জায়গায় আফ্রিদি ও মাসুদকে অধিনায়ক বানানোয় দলে অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়নি। বরং দল আরও ঐক্যবদ্ধ হয়েছে।’ যদিও শান মাসুদের নেতৃত্বে ৫ টেস্ট খেলে ৫টিতেই হেরেছে পাকিস্তান।
ইউটিউবের অনুষ্ঠানে লতিফ অবশ্য সব দোষ দিয়েছেন জাকাকেই। লতিফ বলেছেন, ‘বাবরকে সরিয়ে মাসুদকে টেস্ট অধিনায়ক বানালেন কে? পাকিস্তান দলে ভাঙন ধরিয়েছেন কে? দেশের ক্রিকেটের সংকটকালে তিনি কী করছেন? শুধু সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন।’
লতিফ আরও বলেছেন, ‘দল সাজানোর কাজ কার, জাকা আশরাফের নাকি মিসবাহ-উল-হকের (বর্তমানে পিসিবির কারিগরি কমিটির প্রধান)? আশরাফই যদি সবকিছু করেন, নিজেই দল সাজিয়ে দেন, অধিনায়ক বানান, তাহলে (দল ব্যর্থ হলে) তিনি কাকে দায়ী করবেন? বাবর আজমকে? বাবরকে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে তিনি জোরজবরদস্তি করেছেন। এর পর থেকেই দলীয় সংহতি নষ্ট হতে শুরু করেছে। আপনিই নিজ স্বার্থে শান মাসুদকে অধিনায়ক বানিয়েছিলেন। আর এখন আপনার দল পুরোপুরি ভেঙে পড়েছে।’
লতিফ আরও বলেন, ‘আপনি এমনভাবে বোর্ড গড়ে তুলেছেন যে যাবতীয় ক্ষমতা চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছেন। অথচ তাঁরা ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না।’
এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সবার নাম-পরিচয় ও পদবি তুলে ধরেন লতিফ। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘পাকিস্তান ও তাদের ক্রিকেট বোর্ড। তারা নাকি একেকজন কিংবদন্তি। অথচ তারা ক্রিকেটের ধারেকাছেও নেই।’
ঘরের মাঠের সর্বশেষ ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতিটাও তরতাজা। তবে দম ফেলার খুব একটা সময় পাচ্ছে না পাকিস্তান দল। আগামী অক্টোবরে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ডের টেস্ট দল। ২০২২ সালে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। সেটিই ছিল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করার প্রথম ঘটনা। এবার বাংলাদেশ ঘটিয়েছে দ্বিতীয়টি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।