██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

‘মাঠ থেকে সম্মানের সঙ্গে যেন বিদায় নিতে পারে মুশফিক-সাকিবরা’

নিজের বিদায়টা সম্মানের হয়নি তাই চাইছেন বাংলাদেশ দলের চার পাণ্ডবের বিদায়টা যেন ভালোভাবেই হয়।

‘মাঠ থেকে সম্মানের সঙ্গে যেন বিদায় নিতে পারে মুশফিক-সাকিবরা’

প্রকাশিত হয়েছে - 2023-01-26T22:15:26+06:00

আপডেট হয়েছে - 2023-01-26T22:15:26+06:00

২২ গজ থেকেই সম্মানের সঙ্গে যেন বাংলাদেশ দলের চার পাণ্ডব- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ বিদায় দেওয়া হয়। সেটিই চাইলেন মাশরাফি মুর্তজা।

সাকিব-মুশফিকরা-যেন-সম্মান-নিয়ে-বিদায়-নিতে-পারে।

মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ বলাই যায়। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলেছেন। অনেকটা আয়োজন করেই তাঁকে বিদায় দেওয়া হয়। তবে তাঁকে মাঠ থেকে অবসরে যাওয়ার ব্যাপারেও প্রস্তাব দিয়েছিল বিসিবি।

তবে সেটি তিনি চাননি। কেনো চাননি তাঁর কারণও বলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও বিপিএল খেলে যাচ্ছেন। মাশরাফি জানালেন তিনি সম্মানের সঙ্গে বিদায় নিতে পারলেও তাঁর এসব নিয়ে কোনো ক্ষোভ নেই। তবে দলের প্রতি আছে শুধু ভালোবাসা।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

“আমি নিজেরটা বলতে পারব না, কারণ অনেকদিন আগেই ছেড়ে এসেছি। আমার কোনো প্রত্যাশা নেই। আমি নিজেও বিশ্বাস করি না আমার ক্ষেত্রে। আমার আসলে এসব নিয়ে রাগ-ক্ষোভ কিছুই না। আমার কোনো ক্ষোভ নেই। কেবল বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে।”

মাশরাফি বাদে তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ এখনও খেলে যাচ্ছেন। তবে তামিম ও মুশফিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। মাহমুদউল্লাহ বিদায় জানিয়েছেন টেস্ট থেকে। মাহমুদউল্লাহর টেস্টে বিদায়টা মাঠ থেকেই হয়েছে।

তবে টি-টোয়েন্টিতে সেই সুযোগ হয়নি তামিম ও মুশফিকের। তবে মাশরাফির চাওয়া চার পাণ্ডবকে যেন সম্মানের সঙ্গেই মাঠ থেকে বিদায় জানানো হয়।

“যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক- তাঁরা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে।”

তিনি আরও বলেন, “অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তাঁরা পায়। যারা মধ্য বয়সে আছে, তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা পায়, আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারব।”

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.