শচীন, কোহলি, বাবরকে ছাড়িয়ে গেলেন গুরবাজ

প্রকাশিত হয়েছে - 2024-11-12T12:18:07+06:00
আপডেট হয়েছে - 2024-11-12T12:19:18+06:00
বয়স মাত্র ২২ বছর ৩৪৯ দিন, এরই মাঝে পেয়ে গেলেন ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরির দেখা। রহমানউল্লাহ গুরবাজ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁকানো সেঞ্চুরিতে ছাড়িয়ে গেছেন বাবর আজম, বিরাট কোহলি এমনকি শচীন টেন্ডুলকারকেও। গুরবাজের চেয়ে কম বয়সে ৮টি ওয়ানডে সেঞ্চুরির মালিক হওয়ার কীর্তি আছে শুধুই কুইন্টন ডি ককের।
৭ সেঞ্চুরির মালিক হয়েই গুরবাজ বনে গিয়েছিলেন আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের অধিকারী। ১১ নভেম্বর শারজায় নিজেকে নিয়ে গেলেন আরও ধরাছোঁয়ার বাইরে।
যুদ্ধ বিগ্রহ যে দেশের নিত্য সঙ্গী, ছেলেবেলায় এক বেলা আহার যোগানোই ছিল চ্যালেঞ্জ, সেই দেশের সেই গুরবাজ যখন ক্রিকেট দুনিয়ায় এমন অভিনব রেকর্ড গড়ছেন, তখন বাংলাদেশিরা যোজন যোজন পিছিয়ে।
তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া গুরবাজের সমান বা বেশি সেঞ্চুরি নেই বাংলাদেশের কারও। অথচ জাতীয় দলে অভিজ্ঞতায় পরিপূর্ণ ক্রিকেটারের ছড়াছড়ি। বিষয়টি নিশ্চয়ই লজ্জা দেবে বাংলাদেশকে। গুরবাজের পারফরম্যান্স কতটা ধারাবাহিক, তা স্পষ্ট হয় শচীন, বাবর, কোহলিকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ডের দিকে তাকালে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৮ সেঞ্চুরির রেকর্ড কুইন্টন ডি ককের রেকর্ডে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ২২ বছর ৩১২ দিন বয়সে এই কীর্তি গড়েন।
এরপরই ২২ বছর ৩৪৯ দিন বয়সী গুরবাজ। তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার, ৮ম সেঞ্চুরি পেয়েছিলেন ২২ বছর ৩৫৭ দিন বয়সে,। ২৩ বছর ২৭ দিন বয়সে ৮ম ওডিআই শতক পান বিরাট কোহলি। আর বাবর আজম এই মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর ২৮০ দিন বয়সে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।