ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন ক্যালিস

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-12-21T17:37:39+06:00
আপডেট হয়েছে - 2020-12-21T17:37:39+06:00
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য জো রুট, জস বাটলারদের ব্যাটিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিসকে নিয়োগ দিয়েছে ইসিবি।

গত সপ্তাহে
ের ব্যাটিং, পেস এবং স্পিন বোলিং কোচের পদে যোগ্য কাউকে খুঁজছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে পূর্ণাঙ্গ মেয়াদের কোচ এখনো অব্দি না পেলেও খণ্ডকালীন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এই দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক সফল অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উপর।
এর আগেও খণ্ডকালীন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। জনাথান ট্রট, ট্রেস্টোটিকের পর এই দায়িত্ব পেলেন ক্যালিস। সোমবার ক্যালিসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ইসিবি।
আসন্ন শ্রীলঙ্কা সফরে ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে পেলেও
সফরে ইংল্যান্ড দলের সঙ্গে যাবেন কি না সেটি এখনো নিশ্চিত করেনি দুই পক্ষ। টেস্ট ক্রিকেটে ৫৫.৩৮ গড়ে ১৩,২০৬ রান এবং বল হাতে ২৯২ উইকেট রয়েছে ক্যালিসের।
এর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন ক্যালিস। গত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অলরাউন্ডার। এছাড়াও হাই পারফরম্যান্স দলও দেখাশোনা করতেন তিনি। তবে আপাতত এইচপির দায়িত্ব উঠেছে সাবেক
ের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির কাঁধে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।