মুশফিক-রিয়াদের সাথে বৈঠকে পাপন

প্রকাশিত হয়েছে - 2020-01-08T18:42:22+06:00
আপডেট হয়েছে - 2020-01-08T18:55:55+06:00
দেশের দুই শীর্ষ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (৮ জানুয়ারি) খুলনা টাইগার্সের ম্যাচ শেষে মুশফিককে ডেকে নেন সভাপতি এবং রিয়াদকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল।

কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৪ রানে ম্যাচ জিতে খুলনা টাইগার্সের ক্রিকেটাররা যখন টিম বাসে করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ছেড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তখন মুশফিককে বাস থেকে নামিয়ে নেন পাপন। আলোচনা করার জন্য মুশফিককে ডেকে নিয়ে গেছেন তিনি। চট্টগ্রাম আজ খেলা না থাকায় রিয়াদকে আমন্ত্রণ জানানো হয়ে বৈঠকে বসতে সেখানে উপস্থিত থাকার জন্য।




গত ডিসেম্বরের শেষ সপ্তাহেও মুশফিক ও রিয়াদের সাথে বৈঠকে বসেছিলেন পাপন। প্রায় দুই সপ্তাহ আর বুধবারে আবারো এই দুই ক্রিকেটারের সাথে আলোচনায় বসেছেন তিনি।
সফর নিয়েই যে আলোচনাটা হচ্ছে সেটা আর বলতে বৈকি! আগেই অনুমান করা হয়েছিল, পাকিস্তান সফরে যেতে অনাগ্রহ এই দুই ক্রিকেটারের। তাদের সাথে দফায় দফায় আলোচনা সে কারণেই।

সিনিয়র ক্রিকেটারদের সাথে আগেই আলোচনায়ও বসেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেই আলোচনায় মুশফিক জানিয়েছেন- তিনি পাকিস্তান সফরে যেতে চান না। এমনই খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম
ক্রিকবাজ
।





বিসিবি শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিলেও আগ্রহ নেই অনেক ক্রিকেটারের। কারণটা পাকিস্তানের নিরাপত্তার শঙ্কা। ২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফররত
ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট ছিল না পাকিস্তানে। সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটের ক্রিকেটই ফিরেছে দেশটিতে, তবু নিরাপত্তার কড়াকড়ি আর শঙ্কার কারণে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে চান না।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।