অধিনায়কদের সম্মানে বিসিএসএ’র লিজেন্ড কাপ ক্রিকেট

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2018-12-15T20:44:14+06:00
আপডেট হয়েছে - 2018-12-15T20:45:45+06:00
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কদের সম্মান জানানোর মাধ্যমে ঢাকায় শুরু হয়েছে বিসিএসএ লিজেন্ড কাপ ২০১৮। বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ সমর্থকদের স্বীকৃত সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) উদ্যোগে দুইদিনব্যাপী এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে শনিবার (১৫ ডিসেম্বর)।

টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ৮টি দল। দলগুলোর নামকরণ করা হয়েছে দেশের ক্রিকেটে অবদান রাখা সাবেক ৮ জন অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলটের নামের ছোঁয়া রেখে। দলগুলো হল- লিপু সিক্সেস, নান্নু সিক্সেস, আকরাম সিক্সেস, বুলবুল সিক্সেস, দুর্জয় সিক্সেস, সুমন সিক্সেস, সুজন সিক্সেস এবং পাইলট সিক্সেস।
আয়োজকরা জানিয়েছেন, সিক্স-এ-সাইড ফরম্যাটের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ এমসিসি আইন অনুযায়ী পরিচালিত হবে। ১৫ ডিসেম্বর উদ্বোধনী দিন শেষে ১৬ ডিসেম্বর ঢাকার ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ দিনের ম্যাচগুলো।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে লাইট টেল মোবাইল, টোটাল প্লাস লিমিটেড, আউটফিল্ড, স্পাইস এফএম ও প্রিন্ট গ্যালারি। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ক্রিকেট ৯৭ ও বিডিক্রিকটাইম।
লিজেন্ড কাপ ক্রিকেটের একটি আসর মাঠে গড়িয়েছিল এর আগেও। বিসিএসএ লিজেন্ড কাপ ক্রিকেট ২০১৭ আসরেও সাবেক ক্রিকেটারদের সম্মান জানিয়েছিল সমর্থকদের জনপ্রিয় সংগঠনটি। এছাড়াও সংগঠনের সদস্যদের আয়োজনে মাঠে গড়িয়েছিল ‘মাশরাফি ট্রফি’ও ‘বিসিএসএ সিক্স-এ-সাইড’ শিরোনামের টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবার আবারও ক্রিকেট উৎসবে মেতেছেন ক্রিকেটের ভক্ত-সমর্থকরা।
আরও পড়ুন: সাউদির সামনে অসহায় শ্রীলঙ্কা
[স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হয়েছে শনিবার (১৫ ডিসেম্বর)। ওয়েলিংটনে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। যদিও সফরকারী লঙ্কানদের বড় সংগ্রহের আশা...
]