গিলক্রিস্টের জন্য বাঁহাতে ব্যাট করতেন খাজা!
অজি ব্যাটার উসমান খাজার আইডল সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। আর গিলিই তাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে গিলি ভালোবাসতে শিখিয়েছিলেন বলে জানালেন খাজা।

নিশাত জাহান লিরাডেস্ক রিপোর্টার
প্রকাশিত হয়েছে - 2022-11-29T15:31:06+06:00
আপডেট হয়েছে - 2022-11-29T15:31:06+06:00
যে কোনো খেলোয়াড়ের জীবনে কেউ না কেউ আইডল থাকেন। যাকে অনুসরণ করে ওই খেলোয়াড় তার রুটিন চালান, উৎসাহ খুঁজে পান এবং দিনশেষে সফলও হন। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ওপেনার উসমান খাজাও তার ব্যতিক্রম নন। এই বাঁহাতি ওপেনারের আইডল হলেন সাবেক অজি তারকা ক্রিকেটার ও এক সময়ের ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট। গিলিকে অনুসরণ করে আর তার থেকে উৎসাহ পেয়েই এতদূর এসেছেন খাজা। তাই সাবেক অজি উইকেটরক্ষক-ব্যাটারের থেকে উপহার পেয়ে বেজায় খুশি খাজা।
উসমান খাজা
খাজার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আইডল গিলির থেকে তার একটি জার্সি উপহার পাওয়া। সেটা পূরণও হয়েছে অনেকদিন পর। তাই সে আবেগ সবার কাছে প্রকাশ করেছেন বেশ আনন্দ নিয়েই। শৈশবের নায়ক গিলক্রিস্ট খাজাকে একটি পুরানো ওডিআই জার্সি উপহার দিয়েছেন। যে কারণে দারুণ খুশিও হয়েছেন খাজা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও ৩৫ বছর বয়সী খাজা।
মূলত এত সুন্দর উপহার পাওয়ার পর খাজা তার আনন্দ ধরে রাখতে পারেননি এবং মঙ্গলবার ( ২৯ নভেম্বর) টুইটারের ওই পোস্টে গিলক্রিস্টকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। এ পোস্টে গিলির দেওয়া জার্সির ছবি পোস্ট করে খাজা এও উল্লেখ করেছেন যে, কীভাবে এই কিংবদন্তি ক্রিকেটার তাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে সমর্থন করতে এবং ভালোবাসতে অনুপ্রাণিত করেছিলেন।
খাজার ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সময় আইডল হিসেবে অনুসরণ করতেন এই গিলিকেই। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন খাজা।
খাজা জানিয়েছেন, ক্রিকেটের প্রতি গিলক্রিস্টের প্রবল আবেগ তাকে অনুপ্রাণিত করেছিল। কিংবদন্তি এই অজি ক্রিকেটারের সাথে একটি পুরোনো একটি ছবিও শেয়ার করেছেন খাজা। প্রথম কয়েক বছর টেস্ট দলে অনিয়মিত ছিলেন খাজা। এই সময়েই গিলক্রিস্ট পদত্যাগ করেন এবং পরামর্শদাতার ভূমিকা পালন করেন
ওই পোস্টে খাজা লিখেছেন, “আমি আক্ষরিক অর্থেই গিলির সাথে সঙ্গী হওয়ার জন্য ছোটবেলায় বাম হাতে ব্যাট করতাম! এখন সে আমাকে তার একটি পুরানো জার্সি (উপহার) দিয়েছে! এমন একজন যিনি আমাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে সমর্থন ও ভালোবাসতে অনুপ্রাণিত করেছেন। দারুণ একজন কিংবদন্তি।”
বর্তমানে, খাজা অজিদের টেস্ট দলে আস্থার নাম। খাজা ৫১ টেস্ট ম্যাচে ৩৭৭৫ রান করে উদ্বোধনী ব্যাটার হিসেবে দলে নিজের জায়গা শক্ত করেছেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।