অ্যান্ডারসনের অবসরকে পন্ড করতে চান রোচ
বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন ইংলিশ তারকা জোমস অ্যান্ডারসন

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-05-14T07:50:42+06:00
আপডেট হয়েছে - 2024-05-14T07:50:42+06:00
সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ইংলিশ তারকা পেসার জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া অ্যান্ডারসনের ভূয়সী প্রশংসা করেছেন ক্যারিবীয় বোলার কেমার রোচ। তবে পারফরম্যান্স দিয়ে অ্যান্ডারসন অবসর টেস্টকে নিজেদের জন্য স্মরণীয় করতে চান রোচ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জেমস অ্যান্ডারসন
৪১ বছর বয়সী সম্প্রতি অ্যান্ডারসন জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। অ্যান্ডারসনের প্রশংসায় কমতি রাখেননি রোচ। বলেছেন, অ্যান্ডারসন অন্যতম সেরা পেসার এবং তার দল ইংল্যান্ডকে হারিয়ে লর্ডস টেস্ট স্মরণীয় করে রাখবে।
অ্যান্ডারসনকে নিয়ে রোচ বলেছেন, ‘সে ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। সম্ভবত অন্যতম সেরা। তাকে চলে যেতে দেখাটা কষ্টের, কিন্তু আমরা সবাই জানি চিরকাল খেলতে পারব না। ইংল্যান্ডের হয়ে সে অসাধারণ করেছে এবং যা যা পাবে সবই তার প্রাপ্য।’
রোচ এরপর হাসতে হাসতে বলেন, ‘আমাদের বিপক্ষে সেটি হবে (অ্যান্ডারসনের অবসর) প্রথম টেস্ট...আশা করি আমরা পণ্ড করতে পারব। সে (অ্যান্ডারসন) সম্মানের পাত্র। আমাকে দারুণ সব উপদেশ দিয়েছে। সর্বকালের অন্যতম সেরা হিসেবে তাকে মনে রাখা হবে। ওই টেস্টের (লর্ডস) পর তার প্রতি শুভকামনা রইল। আশা করি অবসর–পরবর্তী জীবন উপভোগ করতে পারবে।’
আগামী ১০ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। সর্বশেষ ১৯৮৮ সালে ইংল্যান্ডের মাঠ থেকে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা। জয়ের ব্যাপারে আশাবাদী রোচ।
রোচ নিজ সতীর্থদের বলেছেন, ‘দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও সবচেয়ে বড়...আমরা ভালো লড়াই করতে চাই। ভালো পারফরম্যান্স করতে চাই। অনেক দিন হলো আমরা ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতিনি, তাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা উচিত, যেন জিততে পারি।’
রোচের বিশ্বাস, ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় করা সম্ভব। ওভালে সংবাদকর্মীদের ক্যারিবিয়ান পেসার বলেছেন, ‘দলটা প্রতিভাবান এবং দক্ষ। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডে আমরা ভালো করতে পারিনি। তাই মনোযোগটা নিজেদের দিকেই থাকতে হবে—ওরা তাকে (অ্যান্ডারসন) কী করছে সেটায় নয়। তার (অ্যান্ডারসন) যা প্রাপ্য, সে সেটাই পাবে। আমাদের কাজটা হলো কঠোর পরিশ্রম করে ফলটা তুলে নেওয়া। আর সেটা হলো ইংল্যান্ডে তাদের বিপক্ষে সিরিজ জয়।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।