
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বাঘিনীদের জয়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2025-04-13T22:41:06+06:00
আপডেট হয়েছে - 2025-04-13T23:06:31+06:00
আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ড নারী দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের পুঁজি দাঁড় করায় আইরিশ মেয়েরা। জবাবে টাইগ্রেসদের ইনিংস এগিয়েছে উথান পতনের মধ্য দিয়ে। শেষমেশ ৮ বল এবং ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই নিয়ে বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেলো বাংলার মেয়েরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলার মেয়েরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার
সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট
হারিয়ে ২৩৫ রানের পুঁজি দাঁড় করায় আয়ারল্যান্ড। দলের হয়ে একমাত্র ফিফটি হাঁকিয়েছেন
লরা ডিলানি। ৭৫ বলে ৬৩ রান করেছেন তিনি। বাকিদের মধ্যে ওর্লা প্রেন্ডারগাস্ট ৬৪
বলে ৪১ রান করেন। ৩৮ বলে ৩৩ রান করেছেন আমি হান্টার। ১৭ বলে ২৪ রানের ক্যামিও
খেলেছেন আরলেনে কেলি।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান। ২ উইকেট তোলেন ফাহিমা খাতুন। ১ উইকেট শিকার করেছেন জান্নাতুল ফেরদৌস।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলের ২ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ইশমা তানজিম এবং ফারজানা হক। এরপর শারমিন আক্তারের সাথে ভালো একটি জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ৪৫ বলে ২৪ রান করে বিদায় নেন।
নিগার টিকে ছিলেন। ফিফটি ছুঁয়েছেন। ৬৮ বলে ৫১ রান করে আউট হন নিগার। শেষ দিকে এক প্রান্ত ধরে খেলে গেছেন রিতু মনি। আরেক প্রান্তে তেমন কেউ সুবিধা করতে পারছিলেন না। তবে রিতুর দৃঢ়তায় ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। শেষমেশ ফিফটি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রিতু মনি। ৬১ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন রিতু। নাহিদা আক্তার টিকে ছিলেন ১৭ বলে ১৮ রান করে। ৮ বল হাতে রেখে ২ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ নারী দল।
আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আরনেলে কেলি এবং ওর্লা প্রেন্ডারগ্রাস্ট।
এই জয়ের ফলে বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। পরের ম্যাচ ১৫ এপ্রিল, প্রতিপক্ষ স্কটল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।