কোহলিকে ব্যাঙ্গালুরু ছাড়ার পরামর্শ পিটারসেনের

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-05-23T18:59:25+06:00
আপডেট হয়েছে - 2024-05-23T18:59:25+06:00
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি- এই প্রবাদ যেন পুরোপুরি খাটে না বিরাট কোহলির ক্ষেত্রে। বিশ্বকাপ কিংবা আইপিএল- চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়েও শিরোপা জিততে না পারার আক্ষেপ যে তার পিছু ছাড়ছে না। সর্বশেষ আইপিএলের ১৭তম আসরেও একই দৃশ্যপট। ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। অথচ দলের অবস্থা ত্রাহি ত্রাহি। কষ্টেসৃষ্টে প্লে-অফে উঠলেও এলিমিনেটর থেকেই বাদ।
ব্যাঙ্গালুরুকে দেখে কোহলির জন্য অনেকের 'মায়া' হয়। তবে মায়া নয়, কোহলির যে প্রয়োজন শিরোপা। সময়ের সেরা এই ব্যাটারকে তাই দল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। অন্য কোনো দলের হয়ে খেললে কোহলি শিরোপার আক্ষেপ ঘুচাতে পারবেন বলে বিশ্বাস পিটারসেনের।
তিনি বলেন, 'আমি আগেও বলেছি এখনও বলব- অন্যান্য ক্রীড়া ইভেন্টের গ্রেটরা দল ছেড়ে গিয়েছে কারণ অন্য কোথাও তারা চূড়ায় উঠতে পারবে। কোহলি যখন আপ্রাণ চেষ্টা করেছে, আরও একবার কমলা টুপিও জিতেছে, দলের জন্য এত কিছু করছে কিন্তু দল আরও একবার ব্যর্থ হলো... আমি ব্যাঙ্গালুরুর ব্র্যান্ড বুঝতে পারি, কোহলি দলের মূল্য বাড়ায় এটা বুঝতে পারি। কিন্তু কোহলি একটা শিরোপার দাবিদার। সে এমন একটা দলে খেলার যোগ্য যারা তাকে শিরোপা জিততে সহায়তা করবে।'
সেক্ষেত্রে কোন দলের হয়ে খেললে কোহলির শিরোপার আক্ষেপ মিটতে পারে, তা-ও জানিয়েছেন পিটারসেন। এক্ষেত্রে তার পছন্দ দিল্লী ক্যাপিটালস। কোহলি ও দিল্লী একে অন্যের পরিপূরক হয়ে শিরোপা জেতা সম্ভব বলে মনে করেন এই ইংলিশ কিংবদন্তি।
'আমার মনে হয় কোহলি দিল্লীতে যেতে পারে। দিল্লী এমন একটা দল যে দলটারও কোহলিকে দরকার। সে চাইলে আইপিএল চলাকালে বাড়িতেও সময় কাটাতে পারবে, দিল্লীতে তার একটা ঘর রয়েছে। তার পরিবারের বয়স বেশি নয়। পরিবারের সাথে তখন সময় কাটাতে পারবে। সে দিল্লীর ছেলে। দিল্লীও ব্যাঙ্গালুরুর মতই ভালো করতে মরিয়া।'
শুরু থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলা কোহলির জন্য দল পরিবর্তন কঠিন সিদ্ধান্ত হবে, তা মানেন পিটারসেনও। তবে বাস্তবতা তুলে ধরে তিনি জানান, 'কোহলিকে এখন একটু ভাবতে হবে। ব্যাকহাম দল ছেড়েছে, মেসি-রোনালদো ছেড়েছে। হ্যারি কেন স্পার্স ছেড়ে বায়ার্ন মিউনিখে চলে গেছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।