ছেলেদের বিপিএলের ভিত মজবুত করার লক্ষ্য, পরিকল্পনায় নারী বিপিএলও

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-12-01T14:27:16+06:00
আপডেট হয়েছে - 2024-12-01T14:27:16+06:00
ছেলেদের বিপিএলের ভিত মজবুত করার পাশাপাশি নারীদের বিপিএল শুরু করার কথা ভাবছে বিসিবি। নারী ক্রিকেটারদের কাছ থেকে নারী বিপিএলের ধারণা পেলেও আগে নিজেদের সক্ষমতা যাচাই করতে চায় বোর্ড। আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পুরুষদের বিপিএল ঢেলে সাজানোর দিকে।
বিপিএলের মাসকট উন্মোচনকে কেন্দ্র করে আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটাররাও। অনুষ্ঠানে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হয় নারী বিপিএল নিয়ে।
জবাবে ফারুক আহমেদ বলেন, 'চমৎকার একটা আইডিয়া। এই বোর্ড নারী ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমরা অনূর্ধ্ব-১৯ শুরু করেছি। চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা আরও কত বাড়ানো যায়।'
তবে এখনই নারীদের বিপিএল করার মতো অবস্থায় বোর্ড নেই, তা স্পষ্ট সভাপতির কথায়, 'দেখতে হবে বিপিএল করার সক্ষমতা তৈরি হয়েছে কিনা। চেষ্টা করতে পারি, তারপর দেখা যাবে কী হয়।'
এ মুহূর্তে ছেলেদের বিপিএলের জৌলুস ফেরানোর দিকেই বিসিবির সব মনোযোগ। ফারুক বলেন, 'তবে আমরা ছেলেদের বিপিএলকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই। যদিও আমি আসার পর এটা প্রথম বিপিএল, এই পরিচালনা পর্ষদের অধীনে শেষ বিপিএল। পরের বছর আমি থাকি বা যে-ই থাকুক, আশা করব পরের বিপিএলে যেন বড় ফ্র্যাঞ্চাইজিরা থাকে, লম্বা সময়ের জন্য হয়। প্রতি বছর ২-৩টা নতুন দল কোনো টুর্নামেন্টের জন্য ভালো না।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।