██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

জাইসওয়াল-পরাগের তাণ্ডবে পাঞ্জাবকে থামিয়ে রাজস্থানের জয়

পাঞ্জাবকে থামিয়ে রাজস্থানের জয়।

জাইসওয়াল-পরাগের তাণ্ডবে পাঞ্জাবকে থামিয়ে রাজস্থানের জয়

জাইসওয়াল-পরাগের তাণ্ডবে পাঞ্জাবকে থামিয়ে রাজস্থানের জয়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2025-04-05T23:47:40+06:00

আপডেট হয়েছে - 2025-04-05T23:47:40+06:00

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে ৫০ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের ২০৫ রানের জবাবে পাঞ্জাব থেমেছে ১৫৫ রান করে। প্রথম দুই ম্যাচে টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেল পাঞ্জাব। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 দারুণ বোলিং করেছেন জফরা আর্চার।

মুল্লানপুরে টসে জিতে আগে রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাঞ্জাব কিংস। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাঞ্জু স্যামসন এবং যশস্বী জাইসওয়ালের ব্যাটে চড়ে ভালো শুরু পায় রাজস্থান রয়্যালস। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। দ্রুত রান উঠেছে দলের বোর্ডে। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৩ রান করেছে রাজস্থান রয়্যালস।

 

পাওয়ারপ্লে শেষেও চলেছে স্যামসন-জাইসওয়ালের তাণ্ডব। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রকেটের গতিতে রান তুলেছেন দুজন। তাতে ফুলেফেঁপে উঠতে থাকে রাজস্থানের বোর্ড। ওপেনিং জুটিতে দুজন মিলে তুলেছেন ৮৯ রান। ২৬ বলে ৩৮ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন স্যামসন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

 

স্যামসন ফিফটি মিস করলেও জাইসওয়াল তা করেননি। ফিফটি ছুঁয়েছেন। দলের ১২৩ রানের মাথাতে বিদায় নেওয়ার আগে ৪৫ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জাইসওয়াল।

 

তিনে নামা রিয়ান পরাগ এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। চারে নামা নিতিশ রানা বেশিক্ষণ টেকেননি। ৭ বলে ১২ রান করে বিদায় নেন রানা। রানার বিদায়ের পর পরাগের সাথে জুটি বাঁধেন শিমরন হেটমায়ার। দুজনের মারমুখি ব্যাটিংয়ের সুবাদে দোর্দন্ড প্রতাপে এগিয়েছে রাজস্থানের ইনিংস। চলে যায় ২০০ রানের খুব কাছাকাছি। ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হয়েছেন হেটমায়ার।

  শেষ পর্যন্ত টিকে ছিলেন জুরেল।
শেষ পর্যন্ত ২০০ পার করেছে রাজস্থান। ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলে টিকে ছিলেন পরাগ। ৫ বলে ১৩ রানের হার না মানা ইনিংস খেলেছেন ধ্রুব জুরেল। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস।

 

পাঞ্জাব কিংসের হয়ে ২ উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট তোলেন মার্কো ইয়ানসেন এবং আর্শদ্বীপ সিং।

  কঠিন দিন গেছে পাঞ্জাবের বোলারদের।
জবাব দিতে নেমে শুরুটা জঘন্য হয়েছে পাঞ্জাবের। প্রথম বলেই উইকেট হারিয়েছে তারা। জফরা আর্চারের দারুণ এক ডেলিভারিতে আউট হয়ে সাজঘরে ফিরেছেন প্রিয়ানশ আরিয়া, মেরেছেন গোল্ডেন ডাক। একই ওভারের শেষ বলে শ্রেয়াস আইয়ারকেও ফিরিয়েছেন আর্চার। ৫ বলে ১০ রানের ইনিংস খেলে বিদায় নেন পাঞ্জাবের অধিনায়ক।

 

এক প্রান্ত ধরে খেলার চেষ্টায় ছিলেন প্রভসিমরান সিং। চারে নেমে সুবিধা করতে পারেননি মার্কাস স্টয়নিস। ৭ বলে ১ রান করে দলের ২৬ রানের মাথাতে বিদায় নেন তিনি। ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাঞ্জাব কিংস।


পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে পাঞ্জাব। পাওয়ারপ্লে শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়েছে প্রভসিমরানের ইনিংস। ১৬ বলে ১৭ রানের ইনিংস খেলে বিদায় নেন পাঞ্জাবের ওপেনার। এরপর দলের হাল ধরেছেন নেহাল ভাদেরা এবং গ্লেন ম্যাক্সওয়েল। বেশি মারমুখি ছিলেন ভাদেরা। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে রান তুলেছেন দুজন। তাতে দলের জয়ের আশা কিছুটা জেগেছে। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়েছেন ভাদেরা। দলের ১৩১ রানের মাথায় টানা দুই বলে আউট হয়েছেন ম্যাক্সওয়েল এবং ভাদেরা। ২১ বলে ৩০ রানের ইনিংস খেলে বিদায় নেন ম্যাক্সওয়েল। ভাদেরা আউট হয়েছেন ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে।

ফিফটি হাকিয়েও ম্যাচ বাঁচাতে পারেননি নেহাল ভাদেরা।
দুই সেট ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাঞ্জাব। শেষে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ধুঁকতে ধুঁকতে ১৫৫ রান তুলে থেমেছে পাঞ্জাবের ইনিংস। ৫০ রানে জিতেছে রাজস্থান রয়্যালস। শশাঙ্ক সিং অপরাজিত ছিলেন ১৩ বলে ১০ রান করে। লকি ফার্গুসন ১ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।

 

রাজস্থানের হয়ে ৩ উইকেট তোলেন জফরা আর্চার। ২টি করে উইকেট শিকার করেছেন সান্দ্বীপ শর্মা এবং মাহিশ থিকশানা। ১টি করে উইকেট নেন কুমার কার্টিকেয়া এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.