জাম্পার ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে নাচিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার সিরিজ জয়।

জাম্পার ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে নাচিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-23T15:51:40+06:00
আপডেট হয়েছে - 2024-02-23T15:51:40+06:00
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়টা নিশ্চিত করে ফেললো অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়েছে অজিরা। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জাম্পার ঘূর্ণি নাচনে কুপোকাত কিউইরা। ছবি : গেটি ইমেজস
অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোভাবেই করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেড ছিলেন বেশ আগ্রাসী। উদ্বোধনী জুটি ভেঙেছে দলের ৩২ রানের মাথায়। ৭ বলে ১১ রান করে তৃতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেছেন স্মিথ।
এরপর তাণ্ডব চালিয়েছেন হেড। মারমুখি ব্যাটিংয়ে কিউই বোলারদের পিটিয়ে তুলোধুনো করে রান তুলতে থাকেন তিনি। তিনে নামা দলীয় অধিনায়ক মিচেল মার্শ ছিলেন বেশ সাবলীল। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে স্মিথের উইকেট হারিয়ে ৭৪ রান তোলে অস্ট্রেলিয়া।
পাওয়ারপ্লে শেষেই অবশ্য থেমেছে হেডের ঝড়। ফিফটির কাছাকাছি থাকলেও ফিফটি না ছুঁয়েই ফিরতে হয়েছে সাজঘরে। ২২ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের ৮৫ রানের মাথায় আউট হয়েছেন হেড। আর এই হেডের আউটের ফলেই যেন শনির দশা লাগে অজিদের ইনিংস। একের পর এক উইকেট হারিয়ে তাসের ঘরের মত ভেঙে পড়তে শুরু করে তাদের ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েলও সুবিধা করতে পারেননি তেমন। ৪ বলে ৬ রান করে নিয়েছেন বিদায়।
স্মিথ-হেডের ব্যাটে ভালো শুরু পায় অজিরা। ছবি : গেটি ইমেজস
ক্রিজে টিকে থাকা মার্শের ইনিংসও লম্বা হয়নি। দলের ১০৮ রানের মাথায় ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন তিনি। এরপর দ্রুত একের পর এক উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যেতে থাকে অজিরা। মাঝের ব্যাটারদের মধ্যে বলার মত রানের দেখা পেয়েছেন শুধু প্যাট কামিন্স। ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনি। ১৯.৫ ওভার শেষে ১৭৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৮৯ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে গুঁটিয়ে যায় অজিরা।
নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এছাড়া ২টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স এবং মিচেল স্যান্টনার।
জবাব দিতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং এবং ফিন অ্যালেন আউট হয়ে যান দলের মাত্র ১৪ রানের মধ্যে। পাওয়ারপ্লের মধ্যেই আউট হন আরও একজন, দলের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনজনের মধ্যে একজনও ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মোটে ২৭ রান তুলতে পারে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখেন অস্ট্রেলিয়ার বোলাররা। ছবি : গেটি ইমেজস
এরপর দলের হয়ে হাল ধরেন গ্লেন ফিলিপস। এক প্রান্ত আগলে রেখে দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকেন তিনি। তবে বাকিরা তেমন একটা সঙ্গ দিতে পারেননি ফিলিপসকে। টপাটপ উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। রানও তুলতে পারছিল না দলের চাহিদা মিটিয়ে। ৩৫ বলে ৪২ রান করে দলের ৮৩ রানের মাথায় ৭ম ব্যাটার হিসেবে আউট হন ফিলিপস। বাকিদের মধ্যে কিছুটা লড়াই চালিয়েছেন ট্রেন্ট বোল্ট। ১১ বলে ১৬ রান করেন তিনি। ১০২ রানের মধ্যে অলআউট হয়ে ৭২ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে নিউজিল্যান্ড। দাপুটে এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার সিরিজ জয়।
অজিদের হয়ে ৪ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। এছাড়া ২ উইকেট নেন নাথান এলিস। ১টি করে উইকেট তোলেন মিচেল মার্শ, প্যাট কামিন্স এবং জশ হ্যাজলউড।
কিউইদের নাচিয়ে ছেড়েছেন জাম্পা। ছবি : গেটি ইমেজস
এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে অজিরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।