জিসানের জোড়া শিকারে বাংলাদেশের সামনে '১০৮' রানের লক্ষ্য
বল হাতে জিসানের ২ উইকেট।

জিসানের জোড়া শিকারে বাংলাদেশের সামনে '১০৮' রানের লক্ষ্য
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-11-01T15:19:18+06:00
আপডেট হয়েছে - 2024-11-01T15:41:59+06:00
Sri Lanka vs Bangladesh
Mission Road Ground

Sri Lanka
107/3 (6)

Bangladesh
*89/3 (6)
Match completed
হংকং সিক্সেস টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ১০৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। দুই দলই পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ইতোমধ্যে। এই ম্যাচে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে পরের রাউন্ডে।
বল হাতে দুর্দান্ত জিসান
ম্যাচে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায়
বাংলাদেশ। ওপেনার সাদুন উইরাকোডিকে ফিরিয়ে টাইগারদের প্রথম উইকেট এনে দেন সোহাগ
গাজী। ৬ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান সাদুন।
এরপর থানুকা দাবারে এবং লিহুরু মাদুশাঙ্কার ব্যাটে চড়ে এগিয়েছে লঙ্কানরা। চার-ছক্কার ধুন্ধুমার ব্যাটিংয়ে এগোতে থাকেন দুজন। শ্রীলঙ্কার ইনিংসও বড় পুঁজির দিকে যাচ্ছিল।
লঙ্কান ব্যাটারদের দাপটে ১০০ পার করে ফেলে শ্রীলঙ্কা। ইনিংসের একদম শেষ ওভারে ২ উইকেট শিকার করেন জিসান আলম। নির্ধারিত ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১০৭ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। ১২ বলে ৩২ রানের ইনিংস খেলেন থানুকা। এছাড়া মাদুশাঙ্কা দারুণ কার্যকরী ব্যাটিংয়ে খেলেছেন ১৭ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস। একদম শেষ ওভারে বোলিংয়ে আসা বাংলাদেশের জিসান আলম মাত্র ৬ রান খরচায় তুলে ফেলেছেন ২ উইকেট।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন জিসান আলম। এছাড়া ১ উইকেট শিকার করেন সোহাগ গাজী। নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দর রনিরা হাত ঘোরালেও ছিলেন উইকেটশুন্য।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।