
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2025-04-13T20:30:48+06:00
আপডেট হয়েছে - 2025-04-13T20:40:57+06:00
আইপিএল রবিবারের দিনের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ফিফটি করেছেন বিরাট কোহলি। এতেই নতুন কীর্তি গড়েছেন ভারতীয় তারকা। ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ফিফটির রেকর্ড গড়েছেন কোহলি।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিরাট কোহলি
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটি করেছেন ডেভিড ওয়ার্নার। ১০৮টি ফিফটি নিয়ে চূড়ায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিফটি করে শততম ফিফটি করেছেন কোহলি। চারটি চার ও দুই ছক্কায় খেলেছেন ৪৫ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস।
৯০টি ফিফটি নিয়ে কোহলির পরেই আছেন বাবর আজম। এরপরের অবস্থান ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলের। তার ফিফটির সংখ্যা ৮৮টি। শীর্ষ পাঁচের শেষ নামটি জস বাটলারের। ইংলিশ তারকার ফিফটির সংখ্যা ৮৬টি।
আইপিএলে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন কোহলি। এখানেও ওয়ার্নারের পাশে বসেছেন তিনি। দুই তারকারই রয়েছে ৬৬টি ফিফটির কীর্তি।
আজকের ফিফটিটি এবারের আসরে কোহলির তৃতীয়। কোহলির রেকর্ডের দিনে বড় জয় পেয়েছে আরসিবি। আগে ব্যাট করে যশস্বী জাইসওয়ালের ৭৫ রানের দারুণ ইনিংসের পর রিয়ান পরাগ, ধ্রুব জুরেলদের কার্যকরী ইনিংসে ৪ উইকেটে ১৭৩ রান করে রাজস্থান রয়্যালস।
লক্ষ্য তাড়ায় বিধ্বংসী ইনিংস খেলেন আরসিবির ওপেনার ফিল সল্ট। ৩৩ বলে করেন ৬৫ রান। কোহলির অপরাজিত ফিফটির পর দেবদূত পাড়িকালের অপরাজিত ৪০ রানে সহজেই জয় পায় আরসিবি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।