দক্ষিণ আফ্রিকার কম ম্যাচ নিয়ে হতাশ ক্লাসেন

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-15T06:03:43+06:00
আপডেট হয়েছে - 2024-11-15T06:03:43+06:00
চার ম্যাচের টি-২০ সিরিজে তিন ম্যাচ শেষে ভারত এগিয়ে আছে ২-১ ব্যবধানে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেলে সিরিজ শেষ হবে সমতায়। পঞ্চম ম্যাচ না থাকায় সিরিজ জয়ের সম্ভাবনা নেই দক্ষিণ আফ্রিকার। শুধু টি-২০ নয়, ওয়ানডে-টেস্টেও বেশিরভাগ সিরিজ দুই-তিন ম্যাচ হওয়ার কারণে হতাশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন।
ক্লাসেন বলেন, "আমরা আর পাঁচ টেস্ট খেলি না। আমরা এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলি। এটা আমার চোখে হাস্যকর। কত ভালো হতো যদি আমরা শুক্রবার জিততাম এবং তা ২-২ সমতায় থাকা অবস্থায় রবিবার আরেকটা খেলা হতো। এটা হতাশাজনক এবং এটা খেলোয়াড়দের ভালো লাগে না।"
ভারতের ব্যস্ত সূচির উদাহরণও টানেন ক্লাসেন। তিনি বলেন, "দেখুন, ভারত এই শুক্রবার খেলবে এবং আগামী শুক্রবারেও খেলবে, তাও বিশ্বের দুই প্রান্তে। এটা একটা দারুণ ব্যাপার।"
২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ৫ ম্যাচের সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত তিন বছরে দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচের সিরিজ হয়েছে দুইটি। অপরটি ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ। তাদের সর্বশেষ পাঁচ টেস্ট ছিল দুই ম্যাচের। তিন ম্যাচের বেশি টেস্ট ম্যাচের সিরিজ তারা সর্বশেষ খেলেছে ২০১৯-২০ মৌসুমে। বর্তমান সূচি অনুসারে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রোটিয়াদের অপেক্ষা করতে হবে ২০২৬ সাল পর্যন্ত।
তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের কাছে ১১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।