নাইবের নাটকে হাসতে হাসতে চোখে পানি এসে গিয়েছিল মার্শের
বাংলাদেশের হারে হতাশ হয়েছেন মার্শরা।

নাইবের নাটকে হাসতে হাসতে চোখে পানি এসে গিয়েছিল মার্শের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-26T21:32:50+06:00
আপডেট হয়েছে - 2024-06-26T21:32:50+06:00
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে একটি ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল - গুলবাদিন নাইবের চোটের ভান। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় নাইবের কান্ড। অনেকে তার কড়া সমালোচনাও করেছেন। তবে দিনশেষে ম্যাচটা ঠিকই জিতেছে নাইবের দল আফগানিস্তান, কেটেছে সেমির টিকিটও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মিচেল মার্শ।
এই ম্যাচে ছিল বহু সমীকরণের
মারপ্যাঁচ। সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে টিকে ছিল
অস্ট্রেলিয়াও। আফগানদের ছুঁড়ে দেওয়া ১১৬ রানের লক্ষ্যটা বাংলাদেশ ১২.১ ওভারে ছুঁতে
পারলে সেমিতে যেত বাংলাদেশ। এর চেয়ে পরে রান তাড়া করে বাংলাদেশ জিতলে সেমিতে যেত
অস্ট্রেলিয়া। তবে নিজেরা ম্যাচটা জিতে সেমিতে চলে গেছে আফগানিস্তান।
ম্যাচে কয়েকবার হানা দিয়েছে বৃষ্টি। মাঝে একবার বৃষ্টির ঠিক আগে হাত তুলে মাঠে শুয়ে পড়েন আফগান ক্রিকেটার গুলবাদিন নাইব। কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। তখন ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডের হিসাবে এগিয়ে ছিল আফগানরা। ফলে খেলা আর না হলেও ম্যাচ জিতত আফগানিস্তানই। অনেকেই তাই কড়া সমালোচনা করেছেন নাইবের। সময়ক্ষেপণ করে দলকে জেতাতেই নাকি এমন নাটক করেছেন তিনি।
নাইবের এই কাণ্ডে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অজি অধিনায়ক মিচেল মার্শ অবশ্য বেশ মজাই পেয়েছেন নাইবের সেই ঘটনা দেখে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মার্শ বলেছেন, ‘ক্রিকেট মাঠে আমার দেখা সবচেয়ে হাস্যকর মুহূর্ত। হাসতে হাসতে আমার চোখে পানি এসে গিয়েছিল।’
ম্যাচে বাংলাদেশের পক্ষে ছিল গোটা অস্ট্রেলিয়া। তারা জিতলেই যে সেমিতে যেত আফগানরা। কিন্তু শেষমেশ বাংলাদেশের হারে হতাশ হয়েছেন অজিরা। মার্শ জানান, ‘আমরা সবাই মিলে খেলাটি দেখেছি। ম্যাচটা ছিল অসাধারণ, তা–ই নয় কি? খেলাটি রং বদলেছে বারবার। বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার পর আমরা সবাই হতাশ হয়ে পড়ি। আমরা টুর্নামেন্ট চালিয়ে যেতে মরিয়া ছিলাম। কিন্তু এটা বলতেই হয় আফগানিস্তান যোগ্যতর দল হিসেবেই সেমিতে গেছে। তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে, তারাই সেমিতে যাওয়ার যোগ্য দল।’
সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে জিতলেও ভারত এবং আফগানিস্তানের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে অজিদের পাশাপাশি বাংলাদেশকে হারিয়ে সেমির টিকিট কেটে ইতিহাস গড়েছে আফগানরা। তাদের মহাকাব্যিক কীর্তিতে বিদায়ঘণ্টা বেজেছে অজিদের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।