██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ফিল্ডিংয়ে আফগানিস্তানকে ব্যাকফুটে দেখছেন ট্রট

ফিল্ডিংয়ে আফগানিস্তানকে ব্যাকফুটে দেখছেন ট্রট
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-07-15T10:48:29+06:00

আপডেট হয়েছে - 2023-07-15T10:48:29+06:00

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে আফগানিস্তান। শেষ ম্যাচে তাই বাঁচা-মরার লড়াই। আফগানরা হারলে সিরিজ হারাবে এবং সিরিজ ড্র হবে। শেষ ম্যাচের আগে এখনো সঠিক কম্বিনেশন খুঁজছেন কোচ জোনাথন ট্রট। নিজেদেরকে ফিল্ডিংয়ে ব্যাকফুটে দেখছেন তিনি।

জোনাথন ট্রট

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে শামীম হোসেনের ক্যাচ মিস করেছিলেন হযরতউল্লাহ জাজাই। ওয়াইড বলে বাউন্ডারি দিয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তখনই পিছিয়ে পড়ে আফগানিস্তান এবং ম্যাচ চলে যায় বাংলাদেশের হাতে। এসব ভুলকে ম্যাচ হারার পেছনে বড় কারণ হিসেবে দেখছেন আফগান কোচ ট্রট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রট বলেন, "হ্যাঁ, আমরা ক্যাচ ফেলেছি একটা এবং চার-পাঁচটা ওয়াইড বলও করেছি। আমাদেরকে এসবের মূল্য দিতে হয়েছে। আমি আগেও বললাম আজ আমরা ফিল্ডিংয়ে নিজেদের ক্ষতি করে ফেলেছি এবং সামনের ম্যাচে আরো ভালো করতে হবে।"

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

তবে শুধু নিজেদের ভুল দেখছেন না ট্রট। ভেজা বলকেও দায় দিচ্ছেন তিনি, "নাজিব ও নবী ভালো খেলেছিল। কিন্তু আমরা কিছু মৌলিক ভুল করেছি ফিল্ডিংয়ে। তাই আমরা মাঠে ভালো ছিলাম না। তাছাড়া বল ভিজে গিয়েছিল এবং পিছলে যাচ্ছিল। ট্রিকি হয়ে গিয়েছিল তখন পরিস্থিতি সঠিকভাবে ধরা। তবে আমরা আরো ভালো করতে পারতাম!"

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভালো কর‍তে পারেননি আফগান পেসাররাও। সেই মুহূর্তে নাভিন উল হককে মিস করেছেন ট্রট। চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন নাভিন।

ট্রট বলেন, "হ্যা সে (নাভিন) ইঞ্জুরড। আমার মনে হয় একজন কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড়। সে আইপিএলে খেলেছে লক্ষ্ণৌর হয়ে এবং ভালো খেলেছে। তাকে আমরা টি-টোয়েন্টি দলে নিতে পারতাম। অবশ্যই আমরা নাভিনের মতো একজন ভালো খেলোয়াড়কে মিস করছি। তাকে আজ পেলে দারুণ হতো!"

ট্রটের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, লেগ স্পিনার নূর আহমেদকে সামনের ম্যাচের একাদশে দেখা যাবে কিনা। ট্রট এখনই একাদশ নিয়ে কথা বলতে নারাজ হন। অধিনায়ক রশিদের সাথে আলোচনা করে দলের সঠিক কম্বিনেশন বের করবেন বলে জানান তিনি।

"আমি এখনই আমার দল প্রকাশ করব না। হ্যা, সে (নূর) বল করে। সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত। এইজন্যই তো তাকে জাতীয় দলে নেওয়া হয়েছে।আমরা কথা বলব এবং দেখব পরবর্তী ম্যাচের জন্য আমাদের কি অপশন আছে। ৫০ ওভারের ম্যাচে আমরা দারুণ খেলেছিলাম। তাই অপেক্ষা করুন, আমাদের দেখতে হবে সঠিক কম্বিনেশন কোনটি হয়।"

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.