██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাবুর হ্যাটট্রিকসহ ৫ উইকেটে রূপগঞ্জ টাইগার্সের রোমাঞ্চকর জয়

শেষবেলায় রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ জিতেছে রূপগঞ্জ টাইগার্স।

বাবুর হ্যাটট্রিকসহ ৫ উইকেটে রূপগঞ্জ টাইগার্সের রোমাঞ্চকর জয়

বাবুর হ্যাটট্রিকসহ ৫ উইকেটে রূপগঞ্জ টাইগার্সের রোমাঞ্চকর জয়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-03-22T19:55:53+06:00

আপডেট হয়েছে - 2023-03-22T19:55:53+06:00

হ্যাটট্রিকসহ ৫ উইকেট তুললেন আলাউদ্দিন বাবু। আর তাতেই ধসে পড়ল গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং লাইনআপ, শেষ দিকে বহু চেষ্টা করেও লাভ হয়নি। ১১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাবুর দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

 হ্যাটট্রিকসহ ৫ উইকেট তুলে ম্যাচসেরা হয়েছে আলাউদ্দিন বাবু। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে জিতে আগে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুরুটা বেশ ভালোভাবেই করে রূপগঞ্জ। দলের ৩৫ রানের মাথায় ওপেনার ইমতিয়াজ হোসেন ফিরে গেলেও অন্য ওপেনার ইমরানউজ্জামান টিকে ছিলেন। বেশ সাবলীল ব্যাটিংয়ে দলের রান বাড়াচ্ছিলেন তিনি। তিনে নামা জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক বেশি একটা সুবিধা করতে পারেননি। ১৪ বলে ৫ রানের ইনিংস খেলে দলীয় ৬১ রানের মাথায় আউট হন তিনি।

এরপর চারে নামা নাঈম ইসলাম ক্রিজে এসে সেট হয়ে যান। আগ্রাসী ব্যাটিং চালাতে থাকা ইমরানউজ্জামান আউট হন ফিফটি তোলার পরে। ৬৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১০০ রানের মাথায় আউট হন তিনি।


এরপর দলের হাল ধরেন নাঈম। তার লড়াকু ব্যাটিংয়ে একটু একটু করে বড় হতে থাকে দলের ইনিংস। বাকি ব্যাটারদের বেশিরভাগই ব্যর্থ হলেও নাঈম থেমে থাকেননি। ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মার তুলে নেন ফিফটি। শেষ দিকে নাঈমকে সঙ্গ দেন সানজামুল ইসলাম এবং আলাউদ্দিন বাবু। ১০০ বলে ৭৮ রানের লড়াকু এক ইনিংস খেলেন নাঈম। অন্যদিকে ফিফটি থেকে হাতছোঁয়া দূরত্বে আউট হয়েছেন সানজামুল। ৪৮ বলে ৪৩ রান করেন তিনি। আর শেষ দিকে ১৯ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু। সবকিছু মিলিয়ে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ।

 

গাজী গ্রুপের হয়ে ২টি করে উইকেট শিকার করেন সুমন খান, এনামুল হক এবং একেএম হুসনা হাবিব মেহেদী। এছাড়া ১ উইকেট নেন কাজী অনিক ইসলাম।


জবাব দিতে নেমে শুরুতেই বেশ বড়সড় এক ধাক্কা খায় গাজী গ্রুপ, আর তাদেরকে সেই ধাক্কাটা দেন আলাউদ্দিন বাবু। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে দারুণ এক হ্যাটট্রিক করেন তিনি। গাজীর হাবিবুর রহমান, অমিত মজুমদার এবং রভি তেজা এই তিনজনকে টানা তিন বলে আউট করে দেন বাবু। দলের বোর্ডে রান তখন মোটে ৫।


শুরুর দিকে বাবুর সেই আঘাতে একরকম লন্ডভন্ডই হয়ে যায় গাজী। একের পর এক উইকেটের পতনে দিশেহারা হয়ে পড়েছিল তারা। ৪১ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে গাজী। এরপর প্রতিরোধ গড়ার অভিযানে নামেন অধিনায়ক আকবর আলী এবং এনামুল হক। দুজনে মিলে ধীরে ধীরে শুরুর বিপদ কাটিয়ে ওঠেন। দলের বোর্ডেও রান জমা হতে থাকে অল্প অল্প করে।

 

ব্যাট হাতে দুজনই ছিলেন বেশ সাবলীল। ফিফটিটাও তুলে নেন চোখের নিমিষে, দুজনই। ৭ম উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ১৪২ রান। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও তা ছোঁয়ার আগেই সাজঘরে ফিরে যান আকবর। ৮৫ বলে ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন তিনি।

 

তবে আকবর এবং এনামুলের সেই প্রতিরোধে হারতে বসা ম্যাচেও জয়ের স্বপ্ন দেখতে শুরু করে গাজী গ্রুপ। শেষ দিকে দলকে জেতাতে সর্বস্ব দিয়ে চেষ্টা করে যান এনামুল হকও। তবে শেষরক্ষা আর হয়নি। লেজের দিকের ব্যাটাররা সবাই আউট হয়ে গেলে তীরে গিয়ে তরি ডুবে যায় গাজী গ্রুপের। শেষ ২ উইকেট তুলে নিয়ে গাজীর কফিনে শেষ পেরেক ঠুকার কাজটাও সেরেছেন সেই আলাউদ্দিন বাবুই। ৪৮.৪ ওভারে ২৪০ রানে থামে গাজীর ইনিংস। ১১ রানের রোমাঞ্চকর জয় পায় রূপগঞ্জ টাইগার্স।

 

রূপগঞ্জের হয়ে ৩৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেন আলাউদ্দিন বাবু। এছাড়া ২ উইকেট নেন নাঈম হাসান। ১টি করে উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম এবং মুমিনুল হক।


এই জয়ের ফলে তিন ম্যাচে ১ জয়, ১ হার এবং ১ পরিত্যক্ত ম্যাচের ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে রূপগঞ্জ টাইগার্স। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় পাঁচে আছে গাজী গ্রুপ।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.