‘বিদেশিরা খেললে আমাদের পারফর্ম করা কঠিন হয়ে যেত’
বিদেশি ক্রিকেটারের সংকটকে সম্ভাবনা হিসেবে দেখছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-01-02T19:30:36+06:00
আপডেট হয়েছে - 2023-01-02T19:30:36+06:00
খেলার সারসংক্ষেপ
৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। বিদেশি খেলোয়াড় সংকটের কারণে দেশি তারকাদের ওপর নির্ভর করতে হচ্ছে দলগুলোকে। নামি-দামি বিদেশি ক্রিকেটাররা খেলতে আসলেও তাদের অনেকেই আসরের সবগুলো ম্যাচ খেলবেন না। বিদেশি ক্রিকেটারের এমন সংকটকে সম্ভাবনা হিসেবে দেখছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে খুনসুটিতে ব্যস্ত মুস্তাফিজুর রহমানরা।
মোসাদ্দেক জানান, বিপিএলের আগের আসরগুলোতে যখন বিদেশিদের প্রাধান্য ছিল, তখন দেশি ক্রিকেটারদের জন্য পারফর্ম করা কঠিন হয়ে যেত। সোমবার (২ জানুয়ারি) অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই অলরাউন্ডার বলছিলেন, “একটা সময় আমরা হয়তো (বিদেশিদের ওপর) অনেক নির্ভর ছিলাম, বিদেশিরা খেললে হয়তো ম্যাচ জিতবে। আমাদের জন্য পারফর্ম করা কঠিন হয়ে যেত ঐ সময়টাতে।”
বিদেশি সংকটে স্থানীয় ক্রিকেটারদের জন্য সুযোগ হিসেবে দেখছেন মোসাদ্দেক। তিনি বলছিলেন, “এই সময়টাতে প্রত্যেকটা দলের জন্য প্রতিটি বিদেশি প্লেয়ার কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকবে। আপনি বলতে পারবেন না, একজন এসে ৭-৮ টা ম্যাচ খেলবে। কয়েকজন আছেন পুরো টুর্নামেন্ট খেলবে। এটা প্রত্যাশা করা খুবই কঠিন, বিদেশি খেলোয়াড় এসে দলের সাথে মানিয়ে নেবে। দলকে সবসময় ভালো কিছু করে দেবে সেটা খুব কঠিন।”
“এইটা খুবই অনুপ্রেরণার যে, লোকালদের সুযোগ অনেক বেশি। তাদের ওপর সব দলগুলোই নির্ভরশীল। এবং আমাদের দল লোকালদের ওপর নির্ভর করেই গড়ে তুলেছে। তাই আমাদের লোকালদের ওপর প্রত্যাশা থাকবে বেশি। আমরা যত ভালো পারফর্ম করব, দল ততই ভালো রেজাল্ট করবে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।