বিপিএল বিশ্বের অন্যতম সেরা লিগ : হুনাইন শাহ

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-02-11T19:47:17+06:00
আপডেট হয়েছে - 2024-02-11T19:47:17+06:00
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভিড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন কতটা আলো ছড়াতে পারে? ধারাবাহিকতার অভাব, বারবার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন আর টি-২০ সুলভ উইকেট না থাকার কারণে বিপিএলকে প্রায়ই দাঁড় করানো হয় কাঠগড়ায়। তবে কোনো খেলোয়াড়ের কাছে বিপিএলই অমানিশায় আলোর কুপি। এই যেমন হুনাইন শাহ। একসময় সবাই তাকে চিনতেন নাসিম শাহর ভাই হিসেবে। তবে ক্রমেই নিজের অবস্থান পোক্ত করা শুরু করেছেন হুনাইন। বিপিএল খেলতে এসে বেশ আলোচনাও কুড়িয়েছেন। [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পাকিস্তানের অন্য সব পেসারের মতো হুনাইনেরও শুরুটা টেপ টেনিস বল দিয়ে। যখন ক্রিকেটের আসল বল হাতে নেওয়াই ছিল স্বপ্নের মতো, তখনই পেস বোলিংকে করেছেন ভালোবাসার পাত্র। বিডিক্রিকটাইমকে তিনি বলেন, ‘আমি টেপ টেনিসে খেলা শুরু করেছিলাম। লাহোরে এসে যখন আসল বল দিয়ে খেলা শুরু করলাম আমি বুঝতে পারলাম, ভালো ক্রিকেটার আমি হতে পারব। ফাস্ট বোলিং সহজ নয়, তবে আমাদের জন্য এটা ন্যাচারাল ট্যালেন্ট। আমি স্বভাবজাতভাবেই ফাস্ট বোলার। তখনই ঠিক করলাম, আমি ভালো ক্রিকেটার হবোই হবো।’
বাংলাদেশে আসতে পেরে, খেলতে পেরে তিনি বেশ খুশি। ২০ বছর বয়সী এই পেসারের কাছে বিপিএল বিশ্বের অন্যতম সেরা লিগ, ‘বাংলাদেশ সফরটা ভালোই যাচ্ছে। সত্যিই উপভোগ করছি। এই প্রথম বাংলাদেশে এলাম। সবকিছু ভালোই যাচ্ছে, উপভোগ করছি। বাংলাদেশকে যেমন ভেবেছিলাম তেমনই। ক্রিকেট ছাড়া তেমন কিছু ভাবিনি। এখানকার ক্রিকেটের অবস্থা বেশ ভালো। বিপিএল বিশ্বের অন্যতম সেরা লিগ।’
হুনাইন এবারই প্রথম বাংলাদেশে এসেছেন, তবে তার ভাই নাসিম জাতীয় দলের পাশাপাশি বিপিএলের জন্যও বাংলাদেশ সফর করেছেন। দল পাওয়ার পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ক্রিকেটার নাসিমের কাছ থেকে নিয়েছেন বাংলাদেশে ভালো করার টিপসও। যদিও ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেসারের।
তিনি বলেন, ‘বিপিএলে দল পাওয়ার পর নাসিমের সাথে কথা বলেছি এ নিয়ে। কল দিয়ে বললাম আমি বিপিএলে দল পেয়েছি। সে বলল- ওয়াও, গ্রেট নিউজ। বাংলাদেশের পিচ নিয়ে তখন পরামর্শ দিয়েছে। কীভাবে বল করতে হবে, কন্ডিশন কেমন এসবও বলেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো বাংলাদেশে খেলেছো, অভিজ্ঞতা আছে, আমাকে কিছু বলো। তখন সে বলল, বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো। তোমার স্বাভাবিক খেলাটাই খেলে আসো। সিলেটের পিচ পেসারদের জন্য ভালো, ঢাকার পিচ ধীরগতির। সিলেটে কীভাবে, ঢাকায় কীভাবে বলব করব এসব বলে দিয়েছে।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।