ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কে বেশি প্রাধান্য দেয় কোহলি : উথাপ্পা
দলের হয়ে ম্যাচ জেতাই কোহলির কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কে বেশি প্রাধান্য দেয় কোহলি : উথাপ্পা
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2023-08-15T00:43:51+06:00
আপডেট হয়েছে - 2023-08-15T00:43:51+06:00
বিরাট কোহলির কাছে রেকর্ড অনেকটা হাতের মোয়ার মতই। মাঠে নেমে একের পর এক রেকর্ড গড়ে দলকে জেতানোরটা কোহলির অভ্যাসই বলা যায়। বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সে এভাবে নিজেকে গ্রেটদের কাতারে নিয়ে গেছেন কোহলি।
বিরাট কোহলি। ছবি : টুইটার
কোহলির যেই রেকর্ড নিয়ে সাধারণত সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে তা হচ্ছে সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ঠিক ১০০টি সেঞ্চুরি আছে তার নামের পাশে। এই রেকর্ড কোহলি ছুঁতে পারবেন কিনা তা নিয়ে প্রায়ই আলোচনা হয়ে থাকে। আপাতত ৭৬টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কোহলি। শুধু ওয়ানডে বিবেচনায় নিলে শচীনের সেঞ্চুরি ৪৯টি, কোহলির ৪৬টি। ধারণা করা হচ্ছে এখানে দ্রুতই শচীনকে ছাড়িয়ে যাবেন কোহলি।
আলোচনা যতই থাকুক না কেন, ব্যক্তিগত রেকর্ড নিয়ে তেমন একটা চিন্তা করেন না কোহলি। সাবেক ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা অন্তত এরকমটাই মনে করেন। রেকর্ডের চেয়ে বরং ভারতের হয়ে এশিয়া কাপ, বিশ্বকাপে ম্যাচ জেতাকেই কোহলি বেশি গুরুত্ব দেন বলে মনে হয় উথাপ্পার।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সাথে আলাপকালে উথাপ্পা জানান, ‘বিরাট (কোহলি) সত্যিই আর রেকর্ড ভাঙার বিষয়ে চিন্তা করে না। আমরা মানুষ এবং ভক্ত হিসাবে এটি নিয়ে পড়ে আছি। সে সেঞ্চুরি করার চেয়ে ভারতের হয়ে ম্যাচ জিততে চাইবে। বিরাটের চিন্তা থাকবে এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভারতের হয়ে ম্যাচ জেতার দিকে। সে আসলে রেকর্ডের কথা চিন্তা করে না।’
রবিন উথাপ্পা। ছবি : গেটি ইমেজস
উথাপ্পা আরও জানান, ‘সে (কোহলি) এশিয়া কাপ, বিশ্বকাপ বা তার ক্যারিয়ারের অন্য (যেকোনো) সময়ে সেই মাইলফলক (শচীনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড) স্পর্শ করুক না কেন, তাতে আসলে কিছু যায় আসে না কারণ তার একমাত্র মনোযোগ ভারতের হয়ে ম্যাচ জেতার দিকে, সেঞ্চুরির দিকে নয়।’
শচীনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছুঁতে আর মাত্র ৩টি সেঞ্চুরি দরকার কোহলি, ছাড়িয়ে যেতে দরকার ৪টি। সামনে এশিয়া কাপ এবং ঘরের মাঠে আছে বিশ্বকাপের মত বড় টুর্নামেন্ট। আপাতদৃষ্টিতে তাই শচীনের রেকর্ড ছুঁয়ে ফেলে কিংবা ছাড়িয়ে যাওয়াটা কোহলির জন্য সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।