
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-03-16T23:45:47+06:00
আপডেট হয়েছে - 2024-03-16T23:45:47+06:00
চলতি মাসের ২২ তারিখ পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিলে। গুঞ্জন রয়েছে আইপিএলের বাকি ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সময় গুঞ্জন আসলেও গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। জানিয়েছেন পুরো টুর্নামেন্ট হবে ভারতেই।
বার্তা সংস্থা পিটিআইকে আইপিএল চেয়ারম্যান বলেন, “আইপিএল কোথাও সরছে না। আমরা দ্রুতই বাকি সূচি ঘোষণা করব।”
এর আগে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানিয়েছিলেন, আইপিএলের পুরো আসরই ভারতে অনুষ্ঠিত হবে, ২০১৯ সালের মতোই। অতীতে দক্ষিণ আফ্রিকা বা সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করলেও সেবার লোকসভা নির্বাচন থাকা সত্ত্বেও পুরো টুর্নামেন্ট ভারতে আয়োজন করেছিল বিসিসিআই। নির্বাচনের দিনক্ষণের জন্য অপেক্ষায় ছিল বিসিসিআই।
জয় শাহ জানিয়েছেন, ২০১৯ সালের মতোই আইপিএল আয়োজন করা হবে। এর আগে ২০১৪ সালে নির্বাচন থাকায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল।
এবারের আসন্ন আইপিএল শুরু হবে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে। আইপিএলের এবারের আসরে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাবেন কাটার মাস্টার। শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে এসে ইঞ্জুরিতে পড়েছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। তার ইঞ্জুরির ফলে জোরালো হয়েছে 'দ্যা ফিজ' খ্যাত মুস্তাফিজের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।