মুরাদের ৪ উইকেট, তামিম-জিসানের টর্নেডো ব্যাটিংয়ে শাইনপুকুরের জয়
রেকর্ডগড়া ফিফটি করেছেন জিসান আলম

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-05T15:18:33+06:00
আপডেট হয়েছে - 2024-04-05T15:26:30+06:00
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগে বোলিং করে রূপগঞ্জ টাইগার্সকে ১১০ রানে অলআউট করে দেয় শাইনপুকুর। তারপর দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৯ ওভারে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
৪ উইকেট শিকার করেন হাসান মুরাদ
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। আইচ মোল্লাকে শিকার করে শাইনপুকুরের প্রথম উইকেটটি এনে দেন রবিউল হক। আরেক ওপেনার আবদুল্লাহ আল মামুনকে শিকার করেন মেহেরব হাসান। ২৪ বলে ২০ রান করে বিদায় নেন মামুন।
শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রূপগঞ্জ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১১০ রান অলআউট হয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান ওই ওপেনার মামুনেরই। তাছাড়া ফরহাদ হোসেন ১৯, আসাদউল্লা আল গালিব ১৭ রান করেন।
শাইনপুকুরের পক্ষে চারটি উইকেট শিকার করেন স্পিনার হাসান মুরাদ। ৯.৪ ওভারে মাত্র ২১ রান খরচ করেন তিনি। মেহেরব চার ওভারে ৮ দিয়ে দুইটি এবং আরাফাত সানি ৯ ওভারে ১০ রান দিয়ে দুইটি উইকেট পান। লেগ স্পিনার রিশাদ ৮ ওভারে ২৬ রান খরচ করে নেন একটি উইকেট।
জিসান আলম
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু করেন শাইনপুকুরের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম। চলমান ডিপিএলে দ্রুততম অর্ধশতক হাঁকানোর রেকর্ডও গড়েছেন জিসান। সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের পুত্র জিসান আলম মাত্র ২৪ বলে হাঁকান অর্ধশতক। শেষ পর্যন্ত তিনি অপরাজেয় থাকেন ৫৮ রানে। বল মোকাবেলা করেন ২৮টি।
ছক্কা হাঁকিয়ে শাইনপুকুরের জয় নিশ্চিত করেন তামিম। ২৬ বলে ৪৮ রানে অপরাজেয় থাকেন তিনি। তামিম হাঁকান ছয়টি চার ও তিনটি ছক্কা। আর জিসানের ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও ছয়টি ছক্কায়।
মাত্র ৯ ওভারেই ১১১ করে ফেলে শাইনপুকুর। পায় ১০ উইকেটের বড় জয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।