ম্যাক্সওয়েল হলো ক্রিকেটের হ্যালির ধুমকেতু : সঞ্জয়
ম্যাক্সওয়েল ফর্ম নিয়ে হতাশ ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2025-04-06T09:03:53+06:00
আপডেট হয়েছে - 2025-04-06T09:03:53+06:00
আইপিএলের নিলামে বরাবরই দলগুলোর আকর্ষণের কেন্দ্রে থাকেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে পারফরম্যান্সের গ্রাফ বেশ নিম্নমুখী এই তারকার। অফফর্মে থাকা এই তারকাকে এবার হ্যালির ধুমকেতুর সাথে তুলনা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
গতকাল(শনিবার) ৩০ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল
আইপিএলের এবারের আসর এখন পর্যন্ত তিন ম্যাচের দুই ইনিংসে ৩০ রান করেছেন ম্যাক্সওয়েল। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে বনে গেছেন আইপিএলের ডাকের রাজা। এই টুর্নামেন্টে ১৩১ ইনিংসের মধ্যে ১৯ বারই ডাক মেরেছেন এই তারকা। তবে ২৪.৫৭ গড় ও ১৫৬.৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন ২৮০১।
পৃথিবী থেকে ৭৫ বছর পরপর হ্যালির ধুমকেতু দেখা যায়। ম্যাক্সওয়েলকে এই ধুমকেতুর সাথে তুলনা করে ধারাভাষ্যকক্ষে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, " হ্যালির ধুমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে এবং পৃথিবী থেকে প্রতি ৭৫ বছরে একবার দৃশ্যমান হয়। এটার মতোই গ্লেন ম্যাক্সওয়েল ৭৫ টা ম্যাচের মধ্যে একটা ভালো ম্যাচ খেলে। সে হলো ক্রিকেটের হ্যালির ধুমকেতু।"
ম্যাক্সওয়েলকে সমালোচনার তীরে বিদ্ধ করলেও এই ক্রিকেটারের আইপিএলের ফর্ম তার পক্ষে কথা বলছে না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি। ফলে বেঙ্গালুরু ছেড়ে দেয় তাকে। এবার নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কেনে পঞ্জাব। নতুন দলের হয়েও তেমন আঁচড় কাটতে পারেননি এই তারকা।
শনিবার অবশ্য রানের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার। রাজস্হান রয়্যালসের দেওয়া ২০৬ রানের টার্গেটে ২১ বলে ৩০ রান করেছেন ম্যাক্সওয়েল। তবে নেহাল ভাদেরার ফিফটি বাদে বাকিরা ব্যর্থ হওয়ায় নির্ধারিত ওভারে ১৫৫ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব কিংস। ম্যাচ হেরেছে ৫০ রানে।
তিন ম্যাচে প্রথমবার হারল পাঞ্জাব। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চার নম্বরে। অন্যদিকে চার ম্যাচের দুইটিতে জয় পাওয়া রাজস্থান আছে তালিকার সাতে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।