রংপুর রাইডার্সের সঙ্গী হল যুক্তরাষ্ট্রের দল আটলান্টা ফায়ার
যুক্তরাষ্ট্রের মাইনর লিগের দল আটলান্টা ফায়ারকে নিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগে একটি দল কেনার পরিকল্পনা করছে রংপুর রাইডার্স।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-10-31T11:48:41+06:00
আপডেট হয়েছে - 2022-10-31T11:48:41+06:00
বাংলাদেশের ক্রিকেটে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। বিশ্বের অন্যান্য দেশের সাথে 'শেয়ার' ও মেধা বিনিময়ের এমন সংস্কৃতি গোটা ক্রীড়াঙ্গনেই নেই বললেই চলে। সেদিক থেকে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল ২ আসর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফেরা জনপ্রিয় দল রংপুর রাইডার্স।
যুক্তরাষ্ট্রের মাইনর লিগের দল আটলান্টা ফায়ারের সাথে চুক্তি করেছে রংপুর রাইডার্স, যে চুক্তির অংশ হিসেবে দুই দল 'রিসোর্স' বিনিময় করবে। রবিবার (৩০ অক্টোবর) রাজধানীর এক হোটেলে দুই দলের মধ্যে চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তিতে স্বাক্ষর করেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক ও আটলান্টা ফায়ারের মালিক হাসান তারেক। বিপিএলের প্রথম দল হিসেবে বৈশ্বিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হলো ২০১৭-১৮ মৌসুমের বিপিএলের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
ফ্র্যাঞ্চাইজিটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাইনর লিগের দল আটলান্টা ফায়ারকে নিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগে একটি দল কেনার পরিকল্পনা করা হচ্ছে।
রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, 'আটালান্টা ও রংপুর রাইডার্স এখন যৌথ মালিকানার অংশ। আমরা শেষবার যখন বিপিএলে খেলি ২০১৭-১৮ সালে, তখন দুবাই বা সিপিএলে বিনিয়োগ করার কথা ভাবছিলাম। যেমন ভারতের বড় দলগুলোকে দেখি। কিন্তু শেষ দুই বছর করোনার কারণে ওটা থেকে সরে এসেছি।’
যুক্তরাষ্ট্রের মেজর লিগে অংশ নেবে ৬টি দল। সেখানেই একটি দলের মালিকানা পেতে আগ্রহী রংপুর রাইডার্স ও আটলান্টা ফায়ার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর রাইডার্সের উপদেষ্টা মেহরাব আলম চৌধুরী, দলটির নির্বাহী পরিচালক শানিয়ান তানিমসহ রংপুর রাইডার্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।