██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শান্তর বদলি হিসেবে টেস্ট দলে দিপু

শান্তর বদলি হিসেবে টেস্ট দলে দিপু

প্রকাশিত হয়েছে - 2024-11-12T21:02:10+06:00

আপডেট হয়েছে - 2024-11-12T21:02:10+06:00

অধিনায়কত্ব নিয়ে কম টানাপোড়ন হয়নি সাম্প্রতিক অতীতে। শেষপর্যন্ত নাজমুল হোসেন শান্তর কাঁধেই রাখা হয়েছিল আস্থা। তবে বেরসিক চোটের শিকার হয়ে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকে। আর অধিনায়কের এই চোটে কপাল খুলে গেছে তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুর।

শান্ত ইনঞ্জুরির শিকার হয়ে ক্যারিবীয় সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে দিপুকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটার এর আগে চারটি টেস্ট খেলেছেন, রান করেছেন ১১৮ রান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করলেও জাতীয় দলের হয়ে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

শান্ত ছিটকে যাওয়ায় এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার কথা সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। আগামী ২২ নভেম্বর আন্টিগার নর্থ সাউন্ডে শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। এরপর সাদা বলে পৃথক দুই সিরিজ খেলবে দুই দল, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

এই দলেও জায়গা ধরে রেখেছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী। অভিষিক্ত দুই উইকেটরক্ষককে নিয়েই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে টাইগাররা। অসুস্থতার কারণে আফগান সিরিজে না থাকলেও লিটন দাস মাঠে ফিরছেন এই টেস্ট সিরিজ দিয়ে। তবে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়া মুশফিকুর রহিমের নাম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। অর্থাৎ, আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের পর ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্টও খেলা হচ্ছে না মুশফিকের।

কন্ডিশন বিবেচনায় স্পিনার নাঈম হাসান নেই, ফিরেছেন তাসকিন আহমেদ। দুজনের কেউই অবশ্য টাইগারদের সর্বশেষ টেস্ট খেলেননি। পেস ইউনিটে তাসকিন ছাড়াও আছেন নাহিদ রানা, হাসান মাহমুদশরিফুল ইসলাম। বাদ পড়েছেন খালেদ আহমেদ। অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ দলে জায়গা ধরে রেখেছেন। স্পিন বিভাগে তাইজুল ইসলামের সাথে আছেন সহ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেতে যাওয়া মেহেদী হাসান মিরাজ।

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের টেস্ট স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক ও সম্ভাব্য ভারপ্রাপ্ত অধিনায়ক), সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.