রফিকের টর্নেডো ইনিংসের পরও হারল সবুজ দল, জয় আকরাম-রাজ্জাকদের
মিরপুরে স্বাধীনতা দিবসে বসেছিল সাবেকদের মিলনমেলা।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-03-26T16:11:21+06:00
আপডেট হয়েছে - 2024-03-26T16:11:21+06:00
স্বাধীনতা দিবসে সাবেকদের তারকাদের নিয়ে ম্যাচ আয়োজন করেছিল বিসিবি। লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে মাঠে নেমেছিলেন আকরাম, দুর্জয়, রফিকরা। দুই দলের লড়াইয়ে ১১ রানের জয় পেয়েছে বাংলাদেশ লাল দল। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টি-১০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল। জাভেদ ওমরের অলরাউন্ড পারফরম্যান্সের পরও জিততে পারেনি সবুজ দল।
আগে ব্যাট করতে নেমে লাল দলের হয়ে বড় রান করতে পারেননি দুই ওপেনারের কেউই। অল্পতেই থামেন মেহরাব হোসেন অপি। নয় বলে ১০ রান করেন হান্নান সরকার। এরপর তিনে নেমে ইনিংস সর্বোচ্চ রান করেন ফয়সাল হোসেন। ১৭ বলে দুইটি চার ও তিনটি ছক্কায় ৩৪ রান করেন তিনি। তুষার ইমরান করেন ৩১ রান। তার ১৬ বলের ইনিংসে ছিল চারটি চার ও এক ছক্কা।
এরপর আব্দুর রাজ্জাক বাদে কেউই বেশি করতে পারেননি। ১১ বলে দুইটি চার ও এক ছক্কায় ২০ রান করেন রাজ্জাক। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ লাল দল। দুই উইকেট শিকার করেন জাভেদ ওমর। একটি করে উইকেট শিকার করেন খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, সানোয়ার হোসেন।
জবাব দিতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ সবুজ দল। জাভেদ ওমর ও মোহাম্মদ রফিকের উদ্বোধনী জুটিতে পাঁচ ওভারেই ৪৬ রান তুলে ফেলে সবুজ দল। তবে শেষ পর্যন্ত কোন উইকেট না হারালেও ১০৯ রানে থামে সবুজ দলের ইনিংস।
ফলে ১১ রানের জয় পায় লাল দল। ২৭ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৪০ রানে অপরাজিত ছিলেন জাভেদ ওমর। ৩৩ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন মোহাম্মদ রফিক।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।