██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে আবাহনীর রানের পাহাড়

১১ চার ও ৬ ছক্কায় হৃদয়ের ঝড়ো সেঞ্চুরি।

হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে আবাহনীর রানের পাহাড়

হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে আবাহনীর রানের পাহাড়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-03-27T12:55:34+06:00

আপডেট হয়েছে - 2024-03-27T12:55:34+06:00

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অসাধারণ এক সেঞ্চুরি  হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। তার দারুণ ইনিংসে ভর করে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আবাহনী লিমিটেড।    [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হৃদয়। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে আগে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় রুপগঞ্জ টাইগার্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করে আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় এবং নাঈম শেখ আগাতে থাকেন দেখেশুনে। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৬। ২৯ বলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান বিজয়।

এরপর জাকের আলী অনিককে সাথে নিয়ে এগোতে থাকেন নাঈম। ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি নাঈম। ৫৫ বলে ৩১ রান করে বিদায় নেন দলের ৭৮ রানের মাথায়। চারে নেমে বেশিক্ষণ টেকেননি আফিফ হোসেন ধ্রুবও। ১৪ বলে ৭ রান করে বিদায় নেন তিনি।

 

তারপর ক্রিজে জুটি বাঁধেন তাওহিদ হৃদয় এবং জাকের। দুজনের দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকে আবাহনীর ইনিংস। রুপগঞ্জের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে দলের রান বাড়াতে থাকেন জাকের-হৃদয়। ফিফটি ছুঁয়ে এগোতে থাকেন জাকের। হৃদয়ও এগোচ্ছিলেন বড় রানের দিকে।

 

সময়ের সাথে সাথে বেড়েছে রানের গতি। ফিফটির দেখা পেয়েছেন হৃদয়ও। জাকের সেঞ্চুরির পথে থাকলেও তা ছুঁতে পারেননি শেষমেশ। দলের ২৩৩ রানের মাথায় ৯৫ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন জাকের। ভেঙে যায় হৃদয় এবং জাকের মধ্যকার ১৪০ রানের দারুণ জুটিটা।

 

এরপর আবাহনীর ইনিংস টেনেছেন হৃদয়। তার দারুণ কার্যকরী ব্যাটিং এবং শেষের দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের টর্নেডোতে ভর করে ৩০০ পার করে আবাহনী। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ৮৪ বলে ১২৫ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। অন্যদিকে ২৬ বলে ৪৩ রান করে টিকে ছিলেন মোসাদ্দেক। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩২০ রানের পুঁজি দাঁড় করায় আবাহনী।

 

রুপগঞ্জ টাইগার্সের হয়ে ১টি করে উইকেট নেন সোহাগ গাজী, আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ আবু হাসিম।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.