আইপিএলের ফাইনালে বোলিংয়ে কলকাতা, খেলছেন সাকিব

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2021-10-15T19:34:46+06:00
আপডেট হয়েছে - 2021-10-15T19:39:14+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তিনবারের শিরোপাজয়ী চেন্নাইকে হারাতে পারলে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মত শিরোপা ঘরে তুলবে।
[caption id="attachment_175887" align="aligncenter" width="700"]

এবারের আসরে দুই দেখায়ই কলকাতাকে হারিয়েছে চেন্নাই। ফাইল ছবি[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান।
জয়ের ছন্দ ধরে রাখতে এই ম্যাচেও কলকাতা খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ফাইনালের মহারণে ক্যারিবীয় সুপারস্টার আন্দ্রে রাসেলকে দল বেছে নেয়নি, আস্থা রেখেছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপরই।
পরিবর্তন আসেনি চেন্নাইয়ের একাদশেও। উইনিং কম্বিনেশন ধরে রেখে মহেন্দ্র সিং ধোনির দলও এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
[caption id="attachment_175888" align="aligncenter" width="700"]

ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে দুই ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়কের লড়াইও। ফাইল ছবি[/caption]
একনজরে দুই দলের একাদশ
চেন্নাই সুপার কিংস
: রুটুরাজ গাইকোয়াদ, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড।
কলকাতা নাইট রাইডার্স : ভেঙ্কাটেশ আইয়ার, শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, শিভম মাভি, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।