আইপিএলে নিজের 'আইডল'-এর দলে খেলতে চান ম্যাক্সওয়েল

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2021-02-16T21:59:52+06:00
আপডেট হয়েছে - 2021-02-16T21:59:52+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরের কথা হয়ত ভুলে যেতে চাইবেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্লান এক মৌসুম কাটানোর পর কম সমালোচনা সহ্য করতে হয়নি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে। তবে নতুন আসরে তিনি নিজের পছন্দের দল ঠিক করে রেখেছেন। এবার নিলামে সেই দল পেলেই হয়!

১৪তম আইপিএলে ম্যাক্সওয়েল খেলতে চান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। এই দলে খেলার ইচ্ছা পোষণের কারণও জানিয়েছেন ম্যাক্সওয়েল। নিজের 'আইডল' এবি ডি ভিলিয়ার্সের কারণেই ব্যাঙ্গালোরের জার্সিতে এবারের আইপিএল খেলতে চান, যাতে ডি ভিলিয়ার্স আর তিনি একসাথে খেলতে পারেন। তাছাড়া কোহলির সাথেও ম্যাক্সওয়েলের বোঝাপড়া ভালো। এই আসরেও কোহলি থাকবেন ব্যাঙ্গালোরের নেতৃত্বে।
ম্যাক্সওয়েল বলেন,
'এটা হলে অসাধারণ ব্যাপার হবে। এবি আমার অন্যতম আইডল। ও যেভাবে ক্রিকেটটা খেলে সেটা আমি সবসময় অনুসরণ করার চেষ্টা করি। ওর সাথে একসাথে কাজ করতে পারলে ব্যাপারটা অসাধারণ হবে। আমি আমার ক্যারিয়ারে ওর কাছ থেকে সবসময় সাহায্য পেয়েছি।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
গত আসরে ব্যাঙ্গালোরের হয়ে খেলা ক্রিস মরিস ও মঈন আলী এবার নিলামে উঠবেন। তাদের দুইজনের বদলি হিসেবে ম্যাক্সওয়েলকে বেছে নিতেই পারে ব্যাঙ্গালোর। যদিও ম্যাক্সওয়েল গত আইপিএলে ফর্মে ছিলেন না। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে যথেষ্ট সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যাট হাতে ১৩ ম্যাচে মাত্র ১০৩ রান করেন।
ম্যাক্সওয়েল বলেন,
'আমার সাথে কোহলির রসায়নও ভালো। ওর নেতৃত্বে কাজ করতে পারলে খুশি হব। আমি ওর সাথে একসাথে ব্যাটিং করতে পারাটা খুব উপভোগ করি।'