'আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, ভালো বলেই হিট করতে হয়'

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-07-25T21:40:35+06:00
আপডেট হয়েছে - 2021-07-25T23:10:50+06:00
সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে সাড়া ফেলে দিয়েছেন শামীম হোসেন। অবশ্য জাতীয় দলে আসার আগেই নামডাক ছিল তার ঝড়ো ব্যাটিংয়ের। সেটিরই প্রতিফলন দেখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই।
[caption id="attachment_165896" align="aligncenter" width="700"]

[/caption]
গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শামীম। সেই টুর্নামেন্টের পরে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। সেখানেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ফলে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন। এত দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে নিজেই অবাক হয়েছিলেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে দুইটি ম্যাচ খেললেন শামীম। প্রথম ম্যাচে ১৩ বলে ২৯ রান ও দ্বিতীয় ম্যাচে ১৫ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস এসেছে তার ব্যাটিং থেকে। দুই ম্যাচেই তিনি বুঝে গিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটের পার্থক্য।
শামীম বলেন,
'আসলে আন্তর্জাতিক ক্রিকেট সবকিছুর চেয়ে অনেক ভিন্ন। এতদিন তো অনূর্ধ্ব ১৯ দলে খেলেছি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি; সেগুলোর সাথে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক পার্থক্য।'
ঝড়ো ব্যাটিংয়ের জন্যই বেশি পরিচিত শামীম। নিজের প্রথম দুই ইনিংসেই সেটি দেখিয়েছেনও এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা খারাপ বল পাওয়া না। তাই বলের মান অনুযায়ী ভালো বলেই হিট করে রান বের করে নেন তিনি।
শামীমের ভাষায়,
'আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশির ভাগ সময়েই ভালো বল আসে এবং ওই ভালো বলগুলোতেই হিট করতে হয়, বাউন্ডারি মারতে হয়, প্রসেস ধরে খেলতে হয়। অনেক দায়িত্ব নিয়ে খেলতে হয়।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।