একদিনে এনসিএলে তিন ডাবল সেঞ্চুরি

Imran HasanEditor
প্রকাশিত হয়েছে - 2017-01-04T18:57:02+06:00
আপডেট হয়েছে - 2017-01-04T19:02:12+06:00
ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় ভিন্ন-ভিন্ন ম্যাচে 'ডাবল সেঞ্চুরির' দেখা পেয়েছেন সাইফ হাসান, অলক কাপালি ও তাইবুর রহমান। এর মধ্যে আবার সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০০ রানের ইনিংস খেলার গৌরব অর্জন করেছেন সাইফ হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার প্রথম টায়ারের ম্যাচে ক্যারিয়ার সেরা ২০৪ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। ৫৫৬ মিনিট ক্রিজে থেকে ধৈর্য্যর পরিচয় দিয়ে ৪১০ বল মোকাবেলায় ১টি ছয় ও ২০টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এক ম্যাচে তারই দেখানো পথে হাঁটেন সতীর্থ ও ঢাকা বিভাগের ক্রিকেটার তাইবুর রহমান। সাইফের সাথে ৩০৪ রানের জুটি গড়ার পর সাইফ ফিরে গেলেও ক্রিজে থেকে দলের হাল নিজ কাঁধে নিয়ে খেলার পাশাপাশি তুলে নেন ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ২৪২ করে তৌহিদুলের বলে আল-আমিনের হাতে কাঁটা পড়লেও দলকে সম্মানজনক ও বড় পুঁজি গড়ার ষোলকলা পূর্ণ করে যান তাইবুর রহমান। ডাবল সেঞ্চুরির পথে খেলেন ৩০২ বল। ইনিংসে ১ ছয়ের সাথে ২৬টি চার রয়েছে তাঁর।
অন্যদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চচধুরি স্টেডিয়ামে দ্বিতীয় টায়ারের ম্যাচে সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্যারিয়ারে আট হাজার রানের ক্লাবে প্রবেশের দিন হাঁকান ডাবল সেঞ্চুরি। প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগের বোলারদের ব্যাট হাতে দারুণ জবাব দিয়ে ১২ চারের মারে ২০০ রান করেন তিনি। অলক কাপালির ২০০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৫৫৫ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে সিলেট বিভাগ।