██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

এবারের ডিপিএলে খেলা হচ্ছে না সাকিব-তামিম-রিয়াদের

এবারের ডিপিএলে খেলা হচ্ছে না সাকিব-তামিম-রিয়াদের

প্রকাশিত হয়েছে - 2018-03-22T14:00:34+06:00

আপডেট হয়েছে - 2018-03-22T16:07:11+06:00

ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর এবারের আসরে খেলা হচ্ছেনা জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার
ও মাহমুদুল্লাহ রিয়াদের। বাংলাদেশ  জাতীয় দলের কার্যক্রম ও সফর সূচীতে ব্যস্ত থাকায় শুরু থেকে টুর্নামেন্টে অংশ নিতে পারেন নি নিদাহাস ট্রফিতে অংশ নেয়া কোনো বাংলাদেশি ক্রিকেটারই।
এবারের ডিপিএলে খেলা হচ্ছে না সাকিব-তামিম-রিয়াদের
তবে আপাতত বাংলাদেশ দলের কোন বিদেশ সফর, সিরিজ , টুর্নামেন্ট কিংবা হোম সিরিজ কিছুই নেই । তাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফি শেষে বাকি ক্রিকেটাররা দেশে ফিরে প্রিমিয়ার লিগে নিজেদের দলের সাথে যোগ দিয়ে লিগের খেলায় ব্যস্ত হয়েছেন। তবে বাকি ক্রিকেটাররা দলের সাথে যোগ দিলেও সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ যোগ দিতে পারেন নি তাদের দলের সাথে। কারণ
থেকে তিন জনই চলে গেছেন
সুপার লিগ (পিএসএল) খেলতে। সাকিব নিদাহাস ট্রফিতে শুরুর দিকের ম্যাচ গুলো না খেললেও আঙুলের ইনজুরি সাড়াতে ব্যস্ত ছিলেন তিনি। ঢাকা, ব্যাংকক আর
সফর করে কেটেছে তার সময়। আর তামিম ও মাহমুদউল্লাহও নিজ নিজ দলের হয়ে দেশ ত্যাগের আগে একটি ম্যাচ খেলার সুযোগ থাকলেও তারা ম্যাচটি খেলেননি। যেহেতু এই তিন সিনিয়র ক্রিকেটার কোনো ম্যাচ খেলেননি তাই এটা বলা ভুল হবে না যে, তারা শুধুৃমাত্র কাগজে কলমেই দল বদল করেছেন। এমনকি প্লেয়ার্স লিস্টেও নাম ওঠেনি তাদের। তাই একটি গুঞ্জন উঠেছে তবে  কি তারা নিজ নিজ ক্লাবের সাথে কথা বলে সুপার লিগে ওঠা ছয় দলের কারো সাথে সমাঝোতায় যোগ দিতে পারবেন? কিন্তু জাগো নিউজ২৪ এর একটি প্রতিবেদন অনুযায়ী  ঢাকার ক্লাব ক্রিকেটের অভিভাবক ও ব্যবস্থাপক সংগঠন সিসিডিএম কো-অর্ডিনেটর আমিন খান তাদেরকে নিশ্চিত করেছেন,
‘নাহ, এখন আর কেউ শত সমঝোতার ভিত্তিতেও অন্য শিবিরে যোগ দিতে পারবে না। তারও একটা সময় সীমা বেঁধে দেয়া ছিল। এখন আর সেই সময় ও সুযোগ নেই। তাই যারা প্রিমিয়ার লিগ খেলেনি, তাদের কেউ সুপার লিগে কোন নতুন দলে নাম লেখাতে পারবে না। ’
উল্লেখ্য যে,  আগামী ২৪ মার্চ হতে শুরু হতে যাওয়া সুপার লিগ শেষ হবে এপ্রিলের ৫ কিংবা ৬ তারিখের দিকে। তার মানে মোহামেডান সুপার লিগে উঠলে সাকিব অন্তত গোটা তিনেক ম্যাচ খেলতে পারতেন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.